promotional_ad

১২ বছর ধরে বিপিএল খেলছি, নেতৃত্ব চাপ নয়: আরিফুল

গণমাধ্যমে কথা বলছেন আরিফুল হক, ক্রিকফ্রেঞ্জি
সুদীর্ঘ ১১ বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে যাচ্ছেন আরিফুল হক। এবারই প্রথমবার নেতৃত্ব পেয়েছেন কোনো দলের। সিলেট স্ট্রাইকার্স দলের সবার সাহায্য পেলে চলতি আসরে ফাইনাল খেলতে চান আরিফুল।

promotional_ad

বিপিএল শুরুর ঠিক একদিন আগে নেতৃত্বের দায়ভার দেয়া হয়েছে আরিফুলকে। এতে অবশ্য পরিকল্পনা করতে কোনো কষ্ট হবে না বলেই মনে করছেন এই অলরাউন্ডার। লম্বা সময়ের অভিজ্ঞতার কারণে দ্রুতই দলের পরিকল্পনা সাজাতে পারবেন বলে আত্মবিশ্বাসী তিনি।


আরো পড়ুন

‘দেখা যাবে শেষ ম্যাচেও কেউ না কেউ বলছে আমি খেলতে পারব না’

২৮ জানুয়ারি ২৫
বিপিএলের এবারের আসরটা হয়ত ভুলে যেতে চাইবেন আরিফুল হক, ক্রিকফ্রেঞ্জি

এই অলরাউন্ডার বলেন, 'আমার কাছে চাপের নয়। তবে সবমিলিয়ে আমার মনে হয় দলে বিদেশি বা দেশি যত ক্রিকেটার আছেন সবাই বেশ ম্যাচিউর। আমার কাছে মনে হয় ওদের কাছে আমি সাহায্য পাব। ওদের সঙ্গে আমার কথা হয়েছে। আমার কাছে মনে হয় না এখানে চাপের কিছু আছে।'


'পরিকল্পনা তো কম বেশি থাকেই। ওরকম পরিকল্পনা কিছু নেই। সবার সাথে কথা বলব, আরও সময় আছে। কালকে আমাদের খেলা, আজকে কথা বলব। পরিকল্পনা আসলে হয়ে যাবে। ওইটা কোনও বড় ব্যাপার না। আমি জাতীয় লিগে নেতৃত্ব দিয়েছি। ১২ বছর ধরে বিপিএল চলছে, আমি বিপিএলে খেলছি। এটা যে প্রথমবার (নেতৃত্ব) সেটা আমার কাছে মনে হচ্ছে না।'



promotional_ad

মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক, রনি তালুকদার, আল আমিন হোসেন, রুয়েল মিয়া, নিহাদউজ্জামান, নাহিদুল ইসলামদের মতো দেশীয় ক্রিকেটারদের নিয়ে এবার দল গড়েছে সিলেট।


আরো পড়ুন

দোষীদের বিচার না হলে বিপিএল ছাড়বেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক

১০ ঘন্টা আগে
গণমাধ্যমে কথা বলছেন মিজানুর রহমান, ক্রিকফ্রেঞ্জি

দলের শক্তি বাড়াতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন পল স্টার্লিং, জর্জ মানজি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শিনওয়ারি, রিস টপলি, অ্যারন জোন্সদের মতো ক্রিকেটাররা। সবমিলিয়ে দল নিয়ে বেশ সন্তুষ্ট আরিফুল।


তিনি বলেন, 'সত্যি বলতে আমাদের বোলিং আক্রমণ খুবই ভালো। আমাদের লোয়ার অর্ডারে খুব ভালো ব্যাটার আছে, ওপেনার থেকে শুরু করে আমাদের বিদেশি ক্রিকেটাররাও ভালো। আমার কাছে মনে হচ্ছে আমরা ফাইনালের জন্য বা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারি।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball