promotional_ad

এনসিএলের ফর্ম বিপিএলে টেনে আনতে চান জিসান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অনুশীলনে জিসান আলম, ক্রিকফ্রেঞ্জি
২০২৩ যুব এশিয়াকাপ জয়ী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন জিসান আলম। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। ৭ ইনিংসে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে তার ব্যাট থেকে এসেছে ২৮১ রান। টুর্নামেন্ট জুড়ে ১৫৮.৭৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন।

promotional_ad

সেই সঙ্গে মেরেছে ২২টি ছক্কাও। এমন মারকুটে ব্যাটিংয়ের পর আসন্ন বিপিএলেও তার ব্যাটের ঝলক দেখতে মুখিয়ে আছেন অনেকে। বিপিএলের গত আসরে ডাক পেয়েছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। সেবার কোনো ম্যাচেই খেলার সুযোগ হয়নি তার। এবার জিসান নাম লিখিয়েছেন দুর্বার রাজশাহীতে।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জিসান জানিয়েছেন এনসিএলের ফর্ম নিয়ে আসতে চান বিপিএলেও। এতো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে চাপ না নিয়ে নিজের খেলায় মনোযোগী হতে চান তিনি। প্রতি ম্যাচেই আলাদা আলাদা পরিকল্পনা নিয়ে নিজের স্বাভাবিক ক্রিকেটটা খেলতে চান তিনি।


জিসান বলেছেন, 'ভালো কিছু করার চেষ্টা করব। যেহেতু এনসিএল খুব ভালো গেছে। চেষ্টা করব বিপিএলেও যেন এমন একটা টুর্নামেন্ট কাটাতে পারি। অনেক বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার। চাপ না, মনোযোগী থাকব। ‘ম্যাচ বাই ম্যাচ’ ভালো খেলার চেষ্টা করব।'


promotional_ad

জিসানের হাতেখড়ি তার বাবা জাহাঙ্গীর আলমের কাছে। তিনি এক সময় খেলেছেন জাতীয় দলে। জিসান বাবার হাত ধরে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীতে ক্রিকেটে যাত্রা শুরু করেন। সেখান থেকেই বড় বড় ছক্কা মারার অভ্যাস তার। সেটাই তার মূল শক্তি এখন।


সেই অভ্যাসের কথা জানিয়ে জিসান বলেছেন, '(বড় বড় ছক্কার রহস্য) তেমন কিছুই না। আমি ছোটবেলা থেকে সহজাত ক্রিকেট খেলে আসছি। ছোটবেলায় বাবা (জাহাঙ্গীর আলম) আমাকে সেন্টার উইকেটে ব্যাটিং করাতেন। এজন্য সহজাতভাবেই ছক্কা মারি, ওটাকেই বড় বড় ছক্কা বলে সবাই।'


সহজাত ব্যাটিংয়ের লক্ষ্য নিয়ে জিসান বলেছেন, 'চাপ নিতে চাচ্ছি না। কারণ এটা আমার খেলা। আমাকে খেলতে হবে। মূল হচ্ছে পারফরম করা, এটাই চেষ্টা করব। এনসিএল ভালো খেলেছি, চেষ্টা করব বিপিএলেও নিজের সেরাটা খেলার। নিজেকে প্রমাণ করার ভালো একটা মঞ্চ। এটা করতে পারলে ভালো লাগবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball