promotional_ad

নাহিদ রানার যত্ন নিতে বললেন শন টেইট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথমদিনের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন শন টেইট, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নাহিদ রানা। আর চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করছেন শন টেইট। তাদেরকে দুজনের একসঙ্গে কাজ করার সুযোগ নেই বললেই চলে। বরং মাঠের ক্রিকেটে একজন আরেকজনের প্রতিপক্ষ। তবে ক্রিকেটার হিসেবে তাদের পরিচয়টা একই। পেসার হিসেবে একজন সাবেক আরেকজন গতির ঝড় তুলে নতুন আগমনের বার্তা দেয়ার অপেক্ষায়।

promotional_ad

দুজন ভিন্ন দুই দলের প্রতিনিধিত্ব করলেও পেসার হিসেবে সুখ্যাতি থাকায় টেইটের কাছে প্রথম প্রশ্নটা এলো নাহিদকে নিয়ে। চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন নাহিদ। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলেছেন ডানহাতি এই পেসার। বেশিরভাগ সিরিজে গতির ঝড় তোলে সবার নজর কেড়েছেন তিনি। 


গতির সঙ্গে লাইন-লেংথের বাজিমাত করেছেন তরুণ এই পেসার। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জ্যামাইকায় পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদানও রেখেছিলেন। নাহিদের গতিময় বোলিংয়ের প্রশংসায় মন্ত্রমুগ্ধ ছিলেন ইয়ান বিশপ, স্যামুয়েল বদ্রি, স্যার কোর্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশরা। টেস্টের পাশাপাশি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা নাহিদকে অবশ্য প্রথমবার টেইট দেখেছিলেন পাকিস্তান সফরে, সেটাও আবার টেলিভিশনে। সেবার বাবর আজমদের বিপক্ষে দাপুটে বোলিং করেছিলেন তিনি।


নাহিদের বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের পেস বোলিংয়ের গভীরতার প্রশংসা করেছেন টেইট। একটা সময় বাংলাদেশের বোলিং মানেই যেন স্পিন। সবশেষ কয়েক বছরে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদরা বাংলাদেশের বোলিংয়ের চিত্র বদলে দিয়েছেন। ভালোভাবে যত্ন নিতে পারলে নাহিদ বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলে জানান চিটাগংয়ের প্রধান কোচ।


promotional_ad

নাহিদকে নিয়ে টেইট বলেন, ‘আমারও তাই মনে হয়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় আমি তাকে টেলিভিশনে প্রথমবার ভালোভাবে বোলিং করতে দেখেছিলাম। সত্যি বলতে এর আগে আমি তার সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। তারপর থেকেই টিভিতে দেখছি, অনেকটা লম্বা এবং শক্তিশালী একজন।’ 


‘আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার। বিশেষ করে পেসারদের ক্ষেত্রে। বাংলাদেশে কখনই পেস বোলিংয়ে এমন ডেপথ ছিল না। প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারা এমন একজনকে পাওয়াটা সহজ ব্যাপার না। আমার মনে হয় খুব ভালোভাবে তাঁর যত্ন নিতে হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে দারুণ কিছু হবে।’


পেসারদের ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু ইনজুরি। অনেক প্রতিভাবান পেসারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে চোটের কবলে পড়ে। যে কারণে পেসারদের ফিটনেস ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। টেইট মনে করেন, নাহিদের ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে তাঁর আশেপাশের মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সেই সঙ্গে নাহিদকেও তাঁর নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি।


টেইট বলেন, ‘নাহিদের আশেপাশে যারা কাজ করে এটা পুরোপুরি তাদের উপর। তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় তাকেও নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ক্রিকেটে কখনও কখনও যদি অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ক্রিকেটার নিজের সম্পর্কে ধারণা পাবে, নিজের শরীর সম্পর্কেও জানবে। বাংলাদেশ ক্রিকেটের সঠিক ব্যক্তিদের সঠিক গাইডেন্সে সে ভালো করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball