রাজশাহীর কোচ হয়ে আসছেন ইজাজ আহমেদ

ফ্র্যাঞ্চাইজি লিগ
রাজশাহীর কোচ হয়ে আসছেন ইজাজ আহমেদ
ইজাজ আহমেদ, দুর্বার রাজশাহী
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তাহখানেক বাকি রয়েছে। এর মধ্যেই দলগুলো নিজেদের শেষ মুহূর্তের মতো গুছিয়ে নিচ্ছে। একের পর এক চমক দিয়েই যাচ্ছে বিপিএলের এবারের আসরের নবাগত দল দুর্বার রাজশাহী।

একদিন আগেই তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ হারিসকে। এবার তাদের দলে যোগ দিচ্ছেন রায়ান বার্ল। সেই সঙ্গে প্রধান কোচ হিসেবে ইজাজ আহমেদের নাম ঘোষণা করেছে তারা। এর মধ্যে দিয়ে বিপিএলে যুক্ত হলেন আরেক পাকিস্তানি।

এর আগে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন সাঈদ আজমল। আর চট্টগ্রাম কিংসের মেন্টর হয়ে আসছেন শহীদ আফ্রিদি। সেই তালিকাতেই এবার নতুন সংযোজন ইজাজ আহমেদ। 

পাকিস্তানের সাবেক এই ব্যাটার ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। পাকিস্তানের হয়ে ৩১০টি আন্তর্জাতিক ম্যাচে ১০ হাজারের বেশি রান করেছেন তিনি। খেলেছেন ৬০টি টেস্ট ও ২৫০টি ওয়ানডে ম্যাচ। তার ক্যারিয়ারের ব্যপ্তি ছিল ১৯৮৭ থেকে ২০০১ পর্যন্ত।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকেই পেশা হিসেবে বেঁছে নেন ইজাজ। তিনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন বেশ কিছুদিন। এ ছাড়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের কোচ হিসেবেও কাজ করেছেন।

তার অভিজ্ঞতা আছে পাকিস্তান জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করারও। এবারের বিপিএলের পর্দা উঠছে আগামী ৩০ ডিসেম্বর। প্রথম দিনই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামতে চলেছে তারা।

আরো পড়ুন: রায়ান বার্ল