নাসিরের আগ্রাসী ফিফটি

ছবি:

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে দ্বিতীয় দিন বরিশালের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে রংপুর ডিভিশন। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত রংপুরের সংগ্রহ ৩ উইকেটে ১৭৯ রান।
রংপুরের হয়ে ক্রিজে আছেন নাইম ইসলাম এবং নাসির হোসেন। ইতিমধ্যে দুই ব্যাটসম্যানই নিজেদের ফিফটি তুলে নিয়েছেন। নাসির ৫২ এবং নাইম ৫৩ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন।
এর আগে দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সায়মন আহমেদের উইকেট হারালেও লিটন দাস এবং সোহরাওয়ার্দী শুভ'র ব্যাটে লড়তে থাকে রংপুর।

কিন্তু মাত্র ১১ রান করে সোহরাওয়ার্দী শুভও বিদায় নেন। এরপর নাইমকে সঙ্গে নিয়ে দলের পক্ষে রান তুলতে থাকেন লিটন দাস। তবে ব্যক্তিগত ৪৩ রানে লিটন দাসও বিদায় নেন।
এরপর নাইম এবং নাসিরের ব্যাটে আর কোন উইকেট না হারিয়ে লড়ছে রংপুর। বরিশালের চেয়ে এখনও ১৫৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করছে নাসিররা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৩৫ রানে অল আউট হয়য় বরিশাল।
বরিশালের হয়ে সোহাগ গাজী করেন সর্বোচ্চ ৯৯ রান। এছাড়াও উইকেট রক্ষক নুরুজ্জামান ৫৮ এবং আল-আমিন করেন ৫০ রান। রংপুরের পক্ষে ৫৩ রানে ৩ উইকেট শিকার করে সবথেকে সফল বোলার তানবির হায়দার।
এছাড়াও ৫৪ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার শুভাশিষ রায়। অপরদিকে আরিফুল হকও নিয়েছেন ৬৮ রানে ৩ উইকেট।