শুরুতেই উইকেট হারিয়ে চাপে ঢাকা

ছবি:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাইভোল্টেজ কোয়ালিফায়ারে তামিম ইকবালের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজকের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।
গ্রুপ পর্বে আগের দুই দেখাতেই ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে মাঠে ছেড়েছিল কুমিল্লা। তাই এই ম্যাচে জয় তুলে নিয়ে প্রতিশোধ নিতে মুখিয়ে আছে ঢাকা ডায়নামাইটস।
ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। ফলে ব্যাটিংয়ে নেমেছেন ঢাকার দুই ওপেনার এভিন লুইস ও মেহেদী মারুফ।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে ঢাকা ।তারা দলীয় ১১ রানে ব্যক্তিগত ৬ রান করা মেহেদী মারুফের উইকেট হারায়। মারুফ হাসান আলীর বলে সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮ রান।