টানা ৮ বলে ৮ ছক্কা, ১১ বলে হাফ সেঞ্চুরি করে আকাশের বিশ্বরেকর্ড

ঘরোয়া
টানা ৮ বলে ৮ ছক্কা, ১১ বলে হাফ সেঞ্চুরি করে আকাশের বিশ্বরেকর্ড
বোলিংয়ের সময় আকাশ চৌধুরি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে টানা ছয় ছক্কার রেকর্ড আছে ভারতের রবি শাস্ত্রী ও ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্সের। এই তালিকা নতুন করে নাম লিখিয়েছেন আরেক ভারতীয় ব্যাটার আকাশ কুমার। এদিন এই দুই কিংবদন্তির পাশে বসেছেন ৬ ছক্কায়। তবে সেখানেই থেমে থাকেননি।

মানে এরপর আরও দুই বলে দুটি ছক্কা হাকিয়েছেন তিনি। টানা ৮ বলে ৮ ছক্কায় তিনি বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আকাশ। তাও আবার মাত্র ১১ বলে। রেকর্ড দুটি হয়েছে রঞ্জি ট্রফির প্লেট গ্রুপে মেঘালয়া–অরুণাচল ম্যাচে।

সুরাটে আজ মেঘালয়ার প্রথম ইনিংসের ১২৬তম ওভারে বাঁহাতি স্পিনার লিমার দাবিকে টানা ছয় ছক্কা মারেন আকাশ। ভারতীয় এই ব্যাটারের মূল পরিচয় ডানহাতি পেসার। ব্যাট করতে নামেন নিয়মিত লোয়ার অর্ডারে। আট নম্বরে নেমে তিনি এমন কীর্তিতে নাম লেখাবেন সেটা কেউই হয়তো ভাবেনি।

এক ডট ও দুটি সিঙ্গেলে ইনিংস শুরু করেছিলেন আকাশ। এরপরই শুরু হয় তার ঝড়ো ব্যাটিং। একের পর এক ছক্কা মাঠের বাইরে আছড়ে ফেলেন তিনি। ক্রিকেটের তথ্য উপাত্ত সংগ্রহ শুরুর পর কোনো ব্যাটারই ছয় বলের বেশি টানা ছক্কা মারতে পারেননি। আকাশ ৮ ছক্কা মেরে ১১ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছান।

ভারতীয় এই ব্যাটার ভেঙে দিয়েছেন ওয়েন নাইটের রেকর্ড। ইংলিশ এই ব্যাটার ২০১২ সালে কাউন্টি ক্রিকেটে ১২ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। ওয়েনকে পেছনে ফেলে আকাশই প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক হয়ে গেছেন। তবে সময়ের হিসেবে আকাশ পিছিয়ে আছেন।

রঞ্জি ট্রফিতে আগের ম্যাচেই বিহারের বিপক্ষে ৬২ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন আকাশ। সেই ইনিংসটি নিশ্চিতভাবেই তাকে বাড়তি অনুপ্রেরণা দিয়েছে অরুণাচলের বিপক্ষে ম্যাচে। এই ম্যাচে তার হাফ সেঞ্চুরি করতে লেগেছে ৯ মিনিটের মতো।

১৯৬৫ সালে কাউন্টিতে ক্লাইন ইনমান ১৩ বলে ফিফটি করেছিলেন তাও মাত্র ৮ মিনিটে। এই ম্যাচে খেলার আগে আকাশের ঝুলিতে ছিল মোট ৩০টি প্রথম শ্রেণির ম্যাচের অভিজ্ঞতা। ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরুর পর ১৪.৩৭ গড়ে ৫০৩ করেছিলেন তিনি।

আরো পড়ুন: রঞ্জি ট্রফি