বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডানের হোঁচট, রূপগঞ্জের বড় জয়

ছবি: ম্যাচের পর সাইফের সঙ্গে হাত মেলাচ্ছেন মোহামেডানের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তৌফিক খান তুষার ও আনিসুল ইসলামের ব্যাটে শুরুটা ভালোই করে মোহামেডান। তবে ইনিংসের ষষ্ট ওভারে তানভীর ইসলামকে উইকেট ছুঁড়ে দেন ২১ বলে ১৮ রান করা তুষার। এরপর অধিনায়ক রনি তালুকদার ক্রিজে নেমে টিকতে পারেননি এক বলের বেশী।
রুবেলের সেঞ্চুরিতে শাইনপুকুরকে হারিয়ে টিকে রইল পারটেক্সের স্বপ্ন
১৫ ঘন্টা আগে
তানভীরকে উইকেট বিলিয়ে দিয়ে শূন্য রানে ফেরেন রনি। ২৭ রানে দুই ব্যাটারকে হারানো দলটির হয়ে হাল ধরেন আনিসুল ও ফরহাদ হোসেন। এই জুটিতে দেখেশুনে ভালোই এগোচ্ছিল মোহামেডান। তবে দলীয় ৬৯ রানে রূপগঞ্জের হয়ে আবারও আঘাত হানেন তানভীর।

এই স্পিনারের ঘুর্নির পর মোহাম্মদ রিজওয়ান তুলে নেন আরাফাত সানি জুনিয়রের উইকেট। এরপর টিপু সুলতানের বলে বোল্ড হন ফরহাদ। ৮৭ রানে ৫ ব্যাটারকে হারিয়ে বসা মোহামেডানকে আরও বিপদে ফেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তানভীরের চতুর্থ শিকার হয়ে মাহমুদউল্লাহ বিদায় নেন ২ রানে।
সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে তামিমকে
২৫ মার্চ ২৫
এরপর ১৪ বলে কোন রান না করিয়েই বিদায় নেন নাসুম আহমেদও। দলীয় ১০০ রানে ৭ উইকেট হারানো মোহামেডান ২৯.৪ ওভারে ১১৭ রান স্কোরবোর্ডে তোলার পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। প্রায় ৩ ঘন্টার মতো বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর বৃষ্টি আইনে রূপগঞ্জের লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ৯৩ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রুপগঞ্জ। নাসুম আহমেদকে স্লগ সুইপে ৬ মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তানজিদ হাসান তামিম।
শুন্য রান করে তামিম ফিরে গেলেও সৌম্য সরকার ও সাইফ হাসান মিলে হাল ধরেন রূপগঞ্জের। দুই ব্যাটারের কল্যাণে দ্রুতই দলের রান গিয়ে পৌছায় ৫০ এ। এরপর অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। এই দুই ব্যাটারের কল্যানে ৯ উইকেট হাতে রেখে ১৩.২ ওভারে জয়ের বন্দরে পৌছায় রূপগঞ্জ। সাইফ ৫৫ ও সৌম্য অপরাজিত থাকেন ৩৬ রানে।