promotional_ad

সুপার লিগে মোহামেডানের হয়ে খেলবেন মুস্তাফিজ

ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান, ফাইল ছবি
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দল বদল করতে টোকেন তুলে রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা হলেও পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় কারও সঙ্গে চুক্তি করেননি বাঁহাতি এই পেসার। আইপিএলে যাওয়ার গুঞ্জন তৈরি হলেও শেষ পর্যন্ত সেই আলোচনা গড়ায়নি বেশিদূর। এমন অবস্থায় পিআরপি চিকিৎসা নিয়েছিলেন তিনি।

promotional_ad

প্রায় সপ্তাহ দুয়েকের বিশ্রাম শেষে ঈদের পর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জার্সিতে ডিপিএলে ফেরার কথা ছিল মুস্তাফিজের। তবে শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, নাইম শেখরা সুপার লিগে উঠতে না পারায় প্রাইম ব্যাংকের জার্সিতে ফেরা হচ্ছে না বাঁহাতি পেসারের। ঢাকায় যখন ডিপিএল চলছে তখন সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজের ক্যাম্প করছেন জাতীয় দলের ক্রিকেটাররা।


আরো পড়ুন

আইপিএল খেলতে বিসিবির কাছে এনওসি চাননি তাসকিন-মুস্তাফিজরা

১২ মার্চ ২৫
ফাইল ছবি

মুস্তাফিজ টেস্ট ক্রিকেটে না থাকায় সবশেষ কয়েকদিনে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ডিপিএলের সুপার লিগের আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, সুপার লিগে মোহামেডানের হয়ে খেলবেন মুস্তাফিজ।


promotional_ad

মোহামেডানের বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে। মোহামেডানের এক কর্মকর্তা বলেন, ‘মুস্তাফিজের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামীকাল আমরা তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করব এবং সুপার লিগের ম্যাচগুলোতে সে আমাদের হয়ে খেলবে।’


আরো পড়ুন

ডিপিএল সুপার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ

৯ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

ডিপিএল শুরুর আগে তাসকিন আহমেদের সঙ্গে চুক্তি করেছিল মোহামেডান। তবে কয়েকটি ম্যাচ খেলার পরই গোঁড়ালির চোটে পড়েন ডানহাতি এই পেসার। এমন অবস্থায় তাদেরকে টেনেছেন ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও আবু হায়দার রনিরা। সুপার লিগে মুস্তাফিজকে দলে নেয়ায় পেস বিভাগের শক্তি বাড়ছে মোহামেডানের।


সুপার লিগের প্রথম দুই ম্যাচে অবশ্য তাওহীদ হৃদয়কে পাচ্ছে না তারা। আবাহনীর বিপক্ষে সবশেষ ম্যাচে আম্পায়ারকে কটাক্ষ করা ও আচরণবিধি ভঙ্গের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ও ৮০ হাজার টাকা জরিমানার মুখে পড়েছেন মোহামেডানের অধিনায়ক। ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার লিগ। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ড খেলতে নামবে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball