নান্নুর সবুজ দলকে হারাল আকরামের লাল দল

ঘরোয়া
নান্নুর সবুজ দলকে হারাল আকরামের লাল দল
আকরাম খানের নেতৃত্বাধীন লাল দল, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
স্বাধীনতা দিবস ক্রিকেটে বরাবরের মতো এবারও মাঠে নেমেছিল বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। সেই লড়াইয়ে জয় পেয়েছে আকরাম খানের লাল দল। তারা ২৭ রানে হারিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর সবুজ দলকে।

প্রদর্শনী এই ম্যাচটি হয়েছে টি-টেন ফরম্যাটে। এই ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেটে ১১০ রান করে লাল দল। দলটির দুই ওপেনার মেহরাব হোসেন অপি ও হান্নান সরকার বড় সংগ্রহের ভিত গড়ে দেন। অপি ২০ বলে ৩৫ আর হান্নান ১১ বলে ২৫ রান করে আউট হন।

এরপর দুই বাঁহাতি ব্যাটার ফয়সাল হোসেন ডিকেন্স ১৭ ও আব্দুর রাজ্জাক অপরাজিত ১১ রান করলে  বিশাল সংগ্রহ পেয়ে যায় লাল দল। সবুজ দলের হয়ে বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক, পেসার হাসিবুল হোসেন শান্ত ও মুশফিক বাবু একটি করে উইকেট  নেন।

জবাবে খেলতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে সবুজ দল। তারা শেষ পর্যন্ত ৫ উইকেটে ৮৩ রানের বেশি করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন মোহাম্মদ রফিক। আর তালহা জুবায়ের ১২ বলে দুটি করে ছক্কা ও বাউন্ডারি হাকিয়ে ২৯ রানে অপরাজিত ইনিংস খেলেন।

এমন ইনিংসও দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। লাল দলের জয়ে রাজ্জাক ও ডিকেন্স নেন দুটি করে উইকেট। আর তাতেই জয় নিশ্চিত হয়ে যায় আকরাম খানের দলের। লাল দলের হয়ে মাঠে নেমেছিলেন হাবিবুল বাশার, মোহাম্মদ সেলিম, নিয়ামুর রশিদ রাহুল ও সানোয়ার হোসেন।

সবুজ দলের হয়ে অংশ নিয়েছিলেন হাসিবুল হোসেন শান্ত, খালেদ মাসুদ পাইলট, জামাল বাবু ও মুশফিক বাবু। তাদের মধ্যে বেশিরভাগই ব্যাটিংয়ের সুযোগ পাননি ১০ ওভারের খেলায়।

সংক্ষিপ্ত স্কোর-

লাল দল- ১১০/৩ (১০ ওভার) (মেহরাব অপি ৩৫, হান্নান সরকার ২৫, ফয়সাল হোসেন ডিকেন্স ১৭, আব্দুর রাজ্জাক ১১*, সজল চৌধুরী ২, ডলার মাহমুদ ২*; মোহাম্মদ রফিক ১/১৬, হাসিবুল হোসেন ১/১৫, মুশফিক বাবু ১/১২)।

সবুজ দল- ৮৩/৫ (১০ ওভার) (মোহাম্মদ রফিক ২৫, এহসানুল হক সিজান ৬, শাহরিয়ার নাফীস ৫, জাভেদ ওমর ৬, তালহা জুবায়ের ২৯*, হাসানুজ্জামান ৭, হাসিবুল হোসেন শান্ত ১*; আবদুর রাজ্জাক ২/৯, ফয়সাল হোসেন ডিকেন্স ২/৬)।

ফল- লাল দল ২৭ রানে জয়ী।

আরো পড়ুন: বিসিবি