নান্নুর সবুজ দলকে হারাল আকরামের লাল দল স্বাধীনতা দিবস ক্রিকেটে বরাবরের মতো এবারও মাঠে নেমেছিল বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। সেই লড়াইয়ে জয় পেয়েছে আকরাম খানের লাল দল। তারা ২৭ রানে হারিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর সবুজ দলকে।