promotional_ad

পারভেজ ইমনের সেঞ্চুরি, জিতেই চলেছে আবাহনী

সেঞ্চুরি করে আবাহনীকে জেতালেন পারভেজ হোসেন ইমন, ক্রিকফ্রেঞ্জি
পেসার নাহিদ রানার সঙ্গে স্পিনার রাকিবুল হাসানেরও চার উইকেট। তাদের দুজনের দাপুটে বোলিংয়ে ২০১ রানের বেশি করতে পারেনি ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন আবাহনীর জন্য লক্ষ্যটা কঠিন হওয়ার কথা ছিল না। দুইশ রান তাড়া করতে ৫ উইকেট হারালেও পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরির সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকতের হাফ সেঞ্চুরিতে সহজ জয়ই পেয়েছে আবাহনী। ডিপিএলের প্রথম ৮ রাউন্ডের সাতটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

promotional_ad

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য তাড়ায় পারভেজ ইমন ও জিসানের ব্যাটে ভালো শুরুই পায় আবাহনী। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই ৫৫ রান তোলেন তারা দুজন। যদিও পাওয়ার প্লে শেষ হতেই উইকেট হারায় দলটি। আনামুল হক আনামের বলে বোল্ড হয়ে ফেরেন জিসান। ২৬ বলে ১৮ রান করা ডানহাতি ওপেনার ফিরলে ভাঙে পারভেজ ইমনের সঙ্গে তার ৫৭ রানের উদ্বোধনী জুটি। 


আরো পড়ুন

দ্রুত ম্যাচ শেষ করার পরিকল্পনাতেই ইমনের ১৫ বলে হাফ সেঞ্চুরি

৮ এপ্রিল ২৫
ক্রিকফ্রেঞ্জি

তিনে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্তও। ৫ বলে ২ রান করা আবাহনীর অধিনায়কের উইকেটও নিয়েছেন স্পিনার আনামুল। দারুণ ছন্দে থাকলেও ধানমন্ডির সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মোহাম্মদ মিঠুন, মুমিনুল হকরা। পরবর্তীতে মোসাদ্দেককে সঙ্গে নিয়ে জুটি গড়ে তোলেন পারভেজ ইমন। পাশাপাশি দাপুটে ব্যাটিংয়ে ৫৪ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। 


promotional_ad

পঞ্চাশ ছোঁয়ার পর একই ধাঁচে রান তুলতে থাকেন পারভেজ ইমন। ১২ চার ও তিন ছক্কায় ১১৭ বলে সেঞ্চুরি করেছেন তিনি। ডিপিএলের চলতি আসরে তরুণ এই ব্যাটারের এটি দ্বিতীয় সেঞ্চুরি। এ ছাড়া দুটি হাফ সেঞ্চুরিও আছে তার। মিডল অর্ডারের ধসের ধাক্কা সামলে মোসাদ্দেকের সঙ্গে ১১৯ বলে একশ রানের জুটিও গড়েছেন পারভেজ ইমন। একটু পর হাফ সেঞ্চুরি পেয়েছেন মোসাদ্দেক। 


আরো পড়ুন

ডিপিএল সুপার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ

১ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

সমান তিনটি করে চার ও ছক্কায় ৬০ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার। হাফ সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। আনামুলকে উড়িয়ে মারার চেষ্টায় ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন ৬৪ বলে ৫৪ রানের ইনিংস খেলা মোসাদ্দেক। তবে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলে আবাহনীর জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন পারভেজ ইমন। ধানমন্ডির হয়ে চারটি উইকেট নিয়েছেন স্পিনার আনামুল। 


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ধানমন্ডি। একপ্রান্ত অবশ্য আগলে রেখেছিলেন ফজলে মাহমুদ রাব্বি। বাঁহাতি ব্যাটারই দলের হয়ে সর্বোচ্চ ১২৬ বলে ৮৭ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া ৬৫ বলে ৫৭ রান করেছেন জিয়াউর রহমান। আবাহনীর হয়ে চারটি করে উইকেট নিয়েছেন নাহিদ ও রাকিবুল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball