প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ৭৯২ উইকেট নেয়া সিডল

ছবি: প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ৭৯২ উইকেট নেয়া পিটার সিডল, ফাইল ফটো

২০০৫ সালে মেলবোর্নে সফরকারী দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল সিডলের। এরপর প্রায় ২০ বছর প্রথম শ্রেণির ক্রিকেটে দাপুটে পারফরম্যান্স ছিল ভিক্টোরিয়ার এই পেসারের।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
২৩১ ম্যাচে রেকর্ড ৭৯২ উইকেট নেয়া সিডলের বিদায়ী ম্যাচে ভিক্টোরিয়ার কোচ ও অস্ট্রেলিয়া দলে সিডলের সাবেক সতীর্থ ক্রিস রজার্স বলেন, 'আমার মনে হচ্ছিল, তার সঙ্গে আবার চুক্তি করি। কিন্তু সে পুনরায় নিশ্চিত করেছে যে, এটিই শেষ। কী দারুণ এক ক্যারিয়ার! ম্যাচ শেষে মার্কাস হ্যারিস (অভিজ্ঞ ওপেনার) বলছিল যে, সে (সিডল) অস্ট্রেলিয়ান ক্রিকেটের গ্রেট এবং আসলেই সে গ্রেট।'

'তার মতো খুব বেশি কেউ এখন আর নেই। তার শেষ ম্যাচে সম্পৃক্ত থাকতে পারা বিশেষ কিছু। সকালে কিছু রান করেছে সে, এরপর প্রথম ওভারে উইকেট নিয়েছে, পরে শেষ উইকেটও নিল। আার মনে হয় না, এমন চিত্রনাট্য কেউ লিখতে পারে। সব মিলিয়ে তার জন্য খুবই খুশি আমি।'
গত দুই মৌসুম ধরে ভিক্টোরিয়ার হয়ে খেলার পাশাপাশি দলটির পেস বোলারদের ‘মেন্টর’ হিসেবে কাজ করছিলেন সিডল। আগামী বিগ ব্যাশ লিগের পর থেকে ভিক্টোরিয়ার বোলিং কোচের দায়িত্ব পুরোপুরিভাবে নেবেন তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ টেস্ট খেলে ২২১ উইকেট নেন সিডল। ইনিংসে ৫ উইকেট ছিল আট বার। যেহেতু টেস্ট বিশেষজ্ঞ পেসার ছিলেন, তাই সীমিত ওভারের ক্রিকেটে তাকে খুব একটা খেলানো হয়নি। ২০টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেন ৪০ বছর বয়সী এই পেসার।