promotional_ad

মুমিনুলের আক্ষেপের দিনে আবাহনীর বড় জয়

হাফ সেঞ্চুরির পথে মুমিনুল, ক্রিকফ্রেঞ্জি
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে দলটি ৩১০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে খেলতে নেমে ২৩০ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স। ফলে ৮০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে।

promotional_ad

ব্রাদার্সকে ২৩০ রানের মধ্যে বেধে ফেলতে বড় ভূমিকা রেখেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহরব হোসেন। দুজনই দুটি করে উইকেট নিয়েছেন। আর একটি করে উইকেট পান নাহিদ রানা, রাকিবুল হাসান ও মাফফুজুর রাব্বি। বড় লক্ষ্যে খেলতে নেমে ব্রাদার্স শুরু থেকেই উইকেট হারিয়েছে। 


আরো পড়ুন

ব্যাটিং ব্যর্থতায় মোহামেডানের কাছে হারল রূপগঞ্জ

৬ ঘন্টা আগে
ডানহাতি অফ স্পিনে ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

২৯ রানের মধ্যেই তারা উপরের সারির ২ ব্যাটারকে হারায়। এরপর তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক মাইশুকুর রহমান। এ ছাড়া ৪৫ রানের ইনিংস খেলেছেন মিজানুর রহমান। আর ৩৩ রান এসেছে অলরাউন্ডার অলক কাপালির ব্যাট থেকে। দলটির আর কোনো ব্যাটারই ২০ রানের বেশি করতে পারেননি। 


এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আবাহনী লিমিটেডের। ইনিংসের চতুর্থ ওভারে সোহাগ গাজীর বলে ফাইন লেগে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন পারভেজ হোসেন ইমন।



promotional_ad

অলসতার সঙ্গে হেঁটে হেঁটে এক রান নিতে গিয়ে রান আউট হয়েছেন তিনি। আল আমিন হোসেনের সরাসরি থ্রোতে ফেরেন ছন্দে থাকা ইমন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি জিসান আলম। ডানহাতি ওপেনার ফিরেছেন আল আমিনের বলে উইকেটের পেছনে জাহিদুজ্জামানের গ্লাভসে ক্যাচ দিয়ে।


জিসানের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২৭ রান। তিনে নামা নাজমুল হোসেন শান্ত ফিরেছেন দ্রুতই। লম্বা সময় ধরে ছন্দহীনতায় থাকা বাঁহাতি ব্যাটার ফিরেছেন ১২ রানে, সোহাগ গাজীর বলে লেগ বিফোর উইকেট হয়ে। ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন।


তারা দুজনে মিলে যোগ করেন ১৪৩ রান। দারুণ ব্যাটিংয়ে ৪৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। পঞ্চাশ ছোঁয়া বাঁহাতি ব্যাটার সেঞ্চুরির পথেই ছিলেন। তবে ৭ চার ও ৪ ছক্কায় ৭৪ বলে ৮২ রানের ইনিংস খেলে আইচ মোল্লার বলে বোল্ড হয়েছেন মুমিনুল। একটু পর হাফ সেঞ্চুরি পেয়েছেন মিঠুনও।



৬১ বলে হাফ সেঞ্চুরি করা ডানহাতি ব্যাটারকে ফিরিয়েছেন অলক কাপালি। অভিজ্ঞ লেগ স্পিনারের বলে আইচের হাতে ক্যাচ দিয়েছেন ৮৬ বলে ৭১ রান করা মিঠুন। শেষের দিকে মোসাদ্দেক ২৩, মাহফুজুর রাব্বি অপরাজিত ২৮ ও রাকিবুল হাসান ২২ রান করেছেন। তাদের ব্যাটেই শেষ পর্যন্ত ৮ উইকেট ৩১০ রান তোলে আবাহনী। ব্রাদার্সের হয়ে দুটি উইকেট নিয়েছেন আল আমিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball