ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখালেন সাকিব

ছবি: আগেও লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছেন সাকিব

রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশের ক্রিকেটে আরও আগে থেকেই ব্রাত্য হয়ে পড়েছেন সাকিব। মাসখানেক আগে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। তবে তীব্র আন্দোলনের মুখে দেশে ফিরতে পারেননি সাকিব।
দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার
৫ মার্চ ২৫
এরপর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ দলে দেখা যায়নি সাকিবকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ তিন ফরম্যাটে সিরিজ খেললেও সেখানে দেখা যায়নি সাকিবকে। এর আগে আফগানিস্তান সিরিজেও খেলেনি তিনি।

এমনকি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষপর্যন্ত খেলতে পারেননি সাকিব। উল্টো রাজনৈতিক প্রেক্ষাপটে ইতোমধ্যেই অনেকগুলো মামলায় অভিযুক্ত করা হয় তাকে।
আবারো ১০ উইকেটে জিতল রূপগঞ্জ
৩ ঘন্টা আগে
মাস ছয়েক আগে সারের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেন আম্পায়াররা। এরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেও পাশ করতে পারেননি তিনি। শুধু 'ব্যাটার' হিসেবে বিবেচিত হওয়ায় তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও রাখেনি বিসিবির নির্বাচকরা।
এবার ডিপিএলে অনেকটা অপ্রত্যাশিতভাবে দল পেয়েছেন সাকিব। গত মাস ছয়েকে রাজনৈতিক বেশ কিছু মামলা হয়েছে দেশের অন্যতম সেরা এই ক্রিকেটারের নামে, আছে গ্রেফতারি পরোয়ানাও। সেসব উপেক্ষা করে আসন্ন মার্চে ডিপিএলে কীভাবে খেলবেন সাকিব, সেটার উত্তর দিতে পারে কেবল সময়!