অ্যাশেজের আকাশে ফিক্সিংয়ের কালোছায়া

ছবি:

ম্যাচ ফিক্সিংয়ের অভিশাপ থেকে যেন নিস্তার পাচ্ছেনা ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হওয়ার পর যেন ম্যাচ ফিক্সিংয়ের উৎপাত আরো বেড়েছে। তবে এবার ম্যাচ ফিক্সিংয়ের অপছায়া পড়েছে ক্রিকেটের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের উপর।
ব্রিটিশ পত্রিকা 'দ্য সান' এক অনুসন্ধান চালিয়ে চলমান অ্যাশেজ সিরিজে ফিক্সিং হচ্ছে বলে অভিযোগ করেন। এমনকি অ্যাশেজের পার্থ টেস্টেই জুয়াড়িদের মূল লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করে সান। অ্যাশেজের তৃতীয় টেস্টের কোন বলে কি হবে তা নাকি বাজিকররা আগে থেকেই জানতেন।
দুই ভারতীয় জুয়াড়ির উপর চারমাস অনুসন্ধান চালিয়ে এই অভিযোগ তোলে এই ব্রিটিশ দৈনিক। অ্যাশেজে এইভাবে ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে 'গভীর উৎকণ্ঠা' জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু অভিযোগ উড়িয়ে দেন অজি ক্রিকেট বোর্ডের (সিএ) প্রধান জেমস সাদারল্যান্ড।

অজিদের বোর্ড প্রধান বলেন, 'পার্থের টেস্ট নিয়ে যে অভিযোগ আনা হয় সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। পুরো অ্যাশেজ সিরিজের যে দুর্নীতির সন্দেহ প্রকাশ করে সেটার কোন ধরনের যৌক্তিক প্রমান নেই।'
এদিকে অ্যাশেজে ফিক্সিং করার উদ্দেশ্যে ১ লক্ষ ৮৭ হাজার মার্কিন ডলারের মতো লেনদেন হচ্ছে বা হয়েছে বলে দ্য সানের কাছে দাবি করেন দুই ভারতীয় বাজিকর। তবে কোন ক্রিকেটার বা কারা এটার সাথে যুক্ত আছে সেই বিষয়ে কোন ইঙ্গিত দেয়নি।
আইসিসির এন্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, 'পার্থের টেস্টে ফিক্সিং হচ্ছে এমন কোন প্রমান পাওয়া যায়নি।' সবমিলিয়ে, সময় বলে দিবে এই গৌরবময় সিরিজে কতটা কালিমা লেগেছে নাকি লাগেনি।