promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ শর্টের, বদলি কনোলি

কুপার কনোলি (বামে) ও ম্যাথু শর্ট (ডানে), ফাইল ফটো
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার অধিনায়কের কথাই শেষ পর্যন্ত সত্যি হলো। ঊরুর চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে ছিটকে যাচ্ছেন ম্যাথু শর্ট। এমনকি অস্ট্রেলিয়া ফাইনালে গেলেও খেলতে পারবেন না শর্ট। বদলি হিসেবে সুযোগ পেয়েছেন কুপার কনোলি।

promotional_ad

অস্ট্রেলিয়ার ১৫ জনের স্কোয়াডের বাইরে অতিরিক্ত হিসেবে আগে থেকেই দলের সফরসঙ্গী ছিলেন তরুণ এই স্পিন বোলিং অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৩টি ওয়ানডে খেলেছেন কনোলি। রান করেছেন মোট ১০, উইকেট পাননি।


আরো পড়ুন

সেমিফাইনালে শর্টকে পাওয়া নিয়ে শঙ্কা

১ মার্চ ২৫
আইসিসি

বৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বৃষ্টি আসার আগে অবশ্য নিজেদের ইনিংসের পুরোটা সময় ব্যাটিং করেছে আফগানরা। ইনিংসের শেষের দিকে ফিল্ডিং করতে গিয়ে ঊরুতে চোট পান শর্ট। যদিও পরবর্তীতে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমেছিলেন। তবে ব্যাটিং করার সময় তাকে খানিকটা ধুঁকতে দেখা যায়। 


চোটের কারণে স্বাচ্ছন্দ্যে যে ব্যাটিং করতে পারছিলেন না সেটা স্পষ্ট ছিল। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে আউট হয়ে ফেরার আগে ১৫ বলে ২০ রান করেন শর্ট। তবে হেডের সঙ্গে ৪.৩ ওভারে ৪৪ রানের উদ্বোধনী জুটি অস্ট্রেলিয়াকে এগিয়ে দিয়েছে অনেকটা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যে তার খেলা হচ্ছে না সেটা তখনই একরকম নিশ্চিত করে দেন স্মিথ।



promotional_ad

এই প্রসঙ্গে অধিনায়ক স্মিথ বলেছিলেন, ‘আমার মনে হয় সে খেলতে নামলে সংগ্রাম করবে। কারণ এদিনও সে ঠিকমতো চলতে পারছিল না। তাই দুটি ম্যাচের মাঝে এত দ্রুত সুস্থ হয়ে ওঠা ওর জন্য হয়তো সম্ভব না।’


সেমিফাইনালে শর্টের বদলে ওপেনিংয়ের জন্য বিবেচনা করা হতে পারে মিচেল মার্শের বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ পাওয়া জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে। যদিও অলরাউন্ডার অ্যারন হার্ডির কথাও ভাবতে পারে অস্ট্রেলিয়া। এমনটা হলে হেডের সঙ্গে অন্য কাউকে ওপেন করতে হবে।


শর্টের না থাকা অস্ট্রেলিয়ার একটা স্পিন অপশন কমাবে। আফগানিস্তানের বিপক্ষে ৭ রানে মাত্র ২১ রান দিয়েছিলেন ডানহাতি এই অফ স্পিনার। তবে হেড ও মার্নাস ল্যাবুশেনরা স্পিন করতে পারায় খুব বেশি বিপাকে পড়তে হবে না অস্ট্রেলিয়াকে। ইংল্যান্ডের বিপক্ষে দুটি উইকেট পেলেও তারা দুজন আফগানিস্তানের বিপক্ষে বোলিং করেননি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball