'পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ জিতেছে আফগানিস্তান', ওয়াসিম-ওয়াকারদের খোঁচা জাদেজার

ছবি: অজয় জাদেজা ও ওয়াসিম আকরাম

পাকিস্তান এক সময় বিশ্বের অন্যতম শক্তিশালী দল ছিল। ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসরা প্রতিপক্ষ ব্যাটারদের মনে ভয় ধরাতেন। এখন পাকিস্তানের সেই দাপট আর নেই। শাহীন শাহ আফ্রিদি-হারিস রউফরা উত্তরসূরিদের সেই ধাঁর ধরে রাখতে পারেননি।
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
২ ঘন্টা আগে
সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জাদেজা, আকরাম ও ইউনিস। সেখানেই আফগানিস্তানের প্রসঙ্গ টেনে দুই সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে খোঁচা দিয়েছেন জাদেজা। ইংল্যান্ডকে আফগানিস্তানের হারানো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও দাবি তার।

জাদেজা বলেছেন, ‘এটা (আফগানিস্তানের ইংল্যান্ডকে হারানো) বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।’ এরপর আকরামকে বলতে শোনা যায় ‘নিশ্চই, নিশ্চই। ইংল্যান্ডের বিপক্ষে তারা যেভাবে জিতেছে...দ্রুত উইকেট হারানোর পর ইব্রাহিম জাদরান খুব ভালো খেলেছে এবং ভেজা বল দিয়ে ৩২০ রান ডিফেন্ড করেছে। শিশিরের কারণে বল সত্যিকার অর্থেই ভেজা ছিল।’
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই
৫ মার্চ ২৫
ওয়াসিমের এমন কথার সুযোগ বুঝে খোঁচা দিতে ভোলেননি আফগানিস্তানের সাবেক কোচ জাদেজা। তিনি বলেন, ‘বন্ধু, আইসিসি টুর্নামেন্টে তারা তোমাদের চেয়ে বেশি ম্যাচ জিতেছে! যদি কেউ এটাকে (আফগানিস্তানের ইংল্যান্ডকে হারানো) বিচ্ছিন্ন ঘটনা মনে করে, তাহলে নিজেদেরই বোকা বানাবে।’
শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা করা আফগানিস্তান এখনও পর্যন্ত পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ জিতেছে। অন্যদিকে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই শিরোপা খরায় ভুগছে পাকিস্তান। আইসিসির টুর্নামেন্ট মানেই পাকিস্তানের এখন যেন দুর্বিসহ স্মৃতি। এবার পাকিস্তানের সেই কাঁটা ঘায়ে যেন লঙ্কা ছিটিয়ে দিলেন জাদেজা।