বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, বাংলাদেশ-পাকিস্তানের পয়েন্ট ভাগাভাগি

ছবি: পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ, আইসিসি

তবে দুই দলের কাউকেই জয় পেতে দেয়নি বৃষ্টি। টানা বৃষ্টির কারণে টসই অনুষ্ঠিত হতে পারেনি। ক্রিকেটাররা গা গরমও করতে পারেননি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগে বেশ কয়েকবার অনানুষ্ঠানিক মাঠ পরিদর্শন করেও কোনো সুখবর দিতে পারেননি ম্যাচ রেফারি-আম্পায়াররা। শেষ পর্যন্ত দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
৫৮ মিনিট আগে
এই মাঠেই সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার আগের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশ হেরেছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এই দুই দলের সঙ্গে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্বাগতিক পাকিস্তানও। তবে দুই দলের মধ্যে রান রেটে এগিয়ে থেকে ৩ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।

'এ' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। দুটো দলই প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। আগামী ২ মার্চ ভারত এবং নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। এই দুই দলের মধ্যে যারা জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন্স হয়ে সেমি ফাইনালে জায়গা করে নেবে।
কলকাতার নতুন সহকারী কোচ গিবসন
৮ মার্চ ২৫
এদিকে 'বি' গ্রুপ থেকে আফগানিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গেছে ইংল্যান্ড। অবশ্য কঠিন সমীকরণের মুখে পড়ে গেছে অস্ট্রেলিয়া। তারা শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচে যারা জয় পাবে তারাই সেমি ফাইনালে খেলবে। অন্যদিকে শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়বে বাদ পড়ে যাওয়া ইংল্যান্ড।