মুস্তাফিজ বড় ম্যাচের প্লেয়ার, নাহিদ বাংলাদেশের সম্পদ: ইমরুল

ছবি: ইমরুল কায়েস (বামে), নাহিদ রানা (মাঝে), মুস্তাফিজুর রহমান (ডানে)

এর কারণ ডানহাতি ব্যাটারদের বিপক্ষে এই পেসারের পারফরম্যান্স। ভারতের টপ অর্ডারে এক ঝাঁক ডানহাতি ব্যাটার রয়েছেন। রোহিত শর্মা থেকে শুরু করে শুভমান গিল, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার রয়েছেন। তাদের জন্য বড় হুমকি হতে পারেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে শুরুতে রোহিতকে শুরুতে ফেরাতে পারলে বড় ধাক্কা খেতে পারে ভারত।
রিশাদের ম্যাচ দিয়ে শুরু পিএসএল, পরদিন লিটন-নাহিদের খেলা
২৮ ফেব্রুয়ারি ২৫
আর এই ওপেনারকে ফেরানোর বড় দায়িত্ব থাকতে পারে মুস্তাফিজের কাঁধেই। এখনও পর্যন্ত ১০ বারের দেখায় ৩ বার রোহিতকে আউট করেছেন তিনি। মুস্তাফিজ ওয়ানডেতে ২৫.১৯ গড়ে ১১৫ উইকেট নিয়েছেন ডানহাতি ব্যাটারদের। যদিও সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না মুস্তাফিজের। পেসারদের ভিড়ে একাদশে জায়গা করে নিতেই বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।
যদিও মুস্তাফিজের ওপর ভরসা রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন বিরাট কোহলিও তার আগের ফর্মে নেই। তবে এখনও তাকে তারকা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হচ্ছে। মুস্তাফিজকে এখনও বড় ম্যাচের প্লেয়ার মনে করেন বাঁহাতি এই ওপেনার।

ইমরুল বলেছেন, 'ব্যাপারটা একেবারে এমন নয়। মুস্তাফিজের মাঝে এখনও সেই ভিন্নতা আছে। দেখুন, আপনি একজন খেলোয়াড়ের কাছে সবসময় পারফর্ম আশা করতে পারবেন না, এটাই হচ্ছে নিয়ম। সাম্প্রতিক সময়ে অনেক বড় বড় খেলোয়াড়...আপনি যদি বিরাট কোহলিকে দেখেন সে কিন্তু আগের মতো পারফর্ম করতে পারছে না। কোহলি অতীতে যা করেছে সে কিন্তু কিংবদন্তি হয়ে গেছে। একজন খেলোয়াড়ের সবসময় ভালো সময় যাবে না কিন্তু ওই খেলোয়াড়ের ওপর বিশ্বাস রাখতে হবে।'
বাংলাদেশের পেসারদের উন্নতি দেখে আনন্দিত পাকিস্তানের কোচ
২৬ ফেব্রুয়ারি ২৫
মুস্তাফিজ প্রসঙ্গে ইমরুল আরও যোগ করেন, 'মুস্তাফিজ যা করেছে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় কিছু অর্জন করে দিয়েছে। আমি মনে করি মুস্তাফিজ অনেক বড় ম্যাচের খেলোয়াড়। সে যদি নিজের সেরাটা দিতে পারে তাহলে যেকোন দলকেই হারানো সম্ভব। মুস্তাফিজকে নিয়ে এখনই এতো কথা বলাটা বোধহয় ঠিক হবে না। কারণ এরকম ন্যাচারাল ট্যালেন্ট পাওয়াটা খুব কঠিন। আমরা যদি তাকে বেশি মানসিকভাবে চাপে রাখি তাহলে ওর জন্যও ক্ষতি, আমাদের জন্যও ক্ষতি।'
এদিকে গতির ঝড় তুলে আলোচনায় এসেছেন নাহিদ রানা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে এই পেসারকে নিয়ে এক ঝাঁক প্রশ্নের উত্তর দিতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। ইমরুল অবশ্য এই পেসারকে নিয়ে আলোচনা পছন্দ হচ্ছে না। তাকে বাংলাদেশের সম্পদ হিসেবে মূল্যায়ন করে আলোচনার বাইরে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
ইমরুল বলেছেন, 'আমার কথাটা হয়ত অনেকেরই ভালো লাগবে না। কিন্তু এটাই সত্য। আমি ওর শুভাকাঙ্খী হয়ে বলছি এত তাড়াতাড়ি রানাকে নিয়ে এত কিছু বইলেন না। সে বাংলাদেশের জন্য সম্পদ। ২-৪ বছর ধারাবাহিকভাবে খেলার পর আপনি তাকে নিয়ে কথা বইলেন। সে এখনও তরুণ কিন্তু আমরা যেভাবে কথা বলছি এটা ওর উপর চাপ তৈরি করবে। পারফর্ম কম করলেই বলা শুরু হবে রানা আগের মতো নাই।'