ওয়াকারের রিভার্স সুইং দীক্ষায় আত্মবিশ্বাসী রাজু

ছবি:

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএলে) পঞ্চম আসরে সিলেট সিক্সার্স দলের হয়ে খেলেছিলেন জাতীয় দলের পেস অলরাউন্ডার আবুল হাসান রাজু। আর সেই দলের মেন্টর হিসেবে ছিলেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াকার ইউনুস।
খুব স্বাভাবিকভাবেই ওয়াকারকে অনেক কাছ থেকে পেয়েছিলেন রাজু। আর সুযোগ বুঝে নিজের বোলিংয়ে দীক্ষা নিয়েছিলেন তিনি। আসন্ন ত্রিদেশীয় সিরিজে দলে ডাক পেয়েছেন রাজু। আর দলে ফিরেই ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার সাংবাদিকদের সামনে জানান, "বিপিএল আসলে এই জায়গায় আসার জন্য চ্যালেঞ্জ ছিল আমার কাছে। ইভেন দ্যাট ওয়াকার ভাই ছিল আমাদের দলে। আমার অনেক আত্মবিশ্বাস ছিল যে ওয়াকার ভাইয়ের সঙ্গে কাজ করে স্কিলগুলো ডেভেলপ করতে পারব।

"ইভেন দ্যাট, আমি যেটা পারসোনালি ফিল করি, আমার রিভার্স সুইংটা নিয়ে অনেক বেশি কাজ করেছি ওয়াকার ভাইয়ের সঙ্গে। স্লো বল নিয়েও। আমি আত্মবিশ্বাসী। ইভেন দ্যাট এখানে প্রুভ করার সময় আসছে। আমি প্রুভ করতে পারছি,সবচেয়ে বড় জিনিস হলো এটি। আমি আত্মবিশ্বাসী।"
তবে শুধু ওয়াকারের প্রতিই কৃতজ্ঞ নন রাজু। জাতীয় দলের বোলিং কোচ চম্পকা রামানায়েকে এবং টেকনিক্যাল ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের প্রতিও কৃতজ্ঞ তিনি। কথায় কথায় জানিয়েছেন,
"লাইন অ্যান্ড লেংথ। বোলিং নিয়ে অনেক বেশি কাজ করেছি অফ সিজনে। বিপিএলেও অনেক বেশি কাজ করেছি। ওয়াকার ভাই..চম্পাকা, সুজন ভাই সবার সঙ্গে কাজ করেছি।"
তবে মিডিয়াম পেসে রিভার্স সুইংয়ের দীক্ষার জন্য রাজু কৃতজ্ঞ ওয়াকারের প্রতিই। "সবকিছুর মেইন অস্ত্র হলো স্ট্রেংথ। ওয়াকার জাস্ট একটি কথাই বলেছিল আমাকে জাস্ট মেইনটেইন কর। ইভেন দ্যাট বোলিং করতে থাকো। কিছুতো তা ডিফারেন্ট আছেই। বল ধরার মধ্যে বা ইয়ের মধ্যে।"
ছবি কৃতজ্ঞতাঃ- সিলেট সিক্সার্সের অফিসিয়াল পেজ