'ফাইনালে ফেভারিট হিসেবেই নামবো'

বাংলাদেশ
'ফাইনালে ফেভারিট হিসেবেই নামবো'
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

অবশেষে ফাইনালে উঠেই গেলো রংপুর রাইডার্স। কোয়ালিফায়ার-২ তে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে মঙ্গলবারের ফাইনালে ঢাকার মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

ম্যাচ জিতে স্বভাবতই উচ্ছ্বসিত রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রশংসা করলেন আজকের ম্যাচের সেঞ্চুরিয়ান জনসন চার্লসের। একইসাথে প্রশংসা করেছেন ফর্মে ফেরা ব্রেন্ডন ম্যাককালামের। 

যদিও আজকের ম্যাচে একই অবস্থা থেকে মাঠে নামাটাকে তুলনামূলক কঠিন মনে করছেন তিনি। গ্রুপের শুরুর দিকে তুলনামূলক খারাপ খেলেছিল রংপুর। তবে শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছেছে মাশরাফিরা।

এটাকেও দারুণ ব্যাপার বলে মানছেন মাশরাফি। মঙ্গলবারের ফাইনালে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন তিনি। ম্যাচ শেষে মাইক্রোফোনের সামনে বলেছেন,

 "আজকের ম্যাচ শুরু করা কঠিন ছিল। কেননা গতকাল চার্লস এবং ম্যাককালাম ফর্মে ছিল। তবে তারা আজও দারুণ করেছে। আমাদের ফিল্ডিং ভালো হয়নি অবশ্য। মনে হচ্ছিলো শুধুমাত্র গেইলই দারুণ খেলবে। তবে ম্যাককালাম বা চার্লস-- এরাও আসরের শেষদিকে ফর্মে। 

এসব দেখে দারুণ লাগছে। কেননা আসরের শুরুর দিকে আমরা সেভাবে ভালো খেলতে পারিনি। কিন্তু আগামীকালের ফাইনালে আমরা ফেভারিট হয়েই নামবো। তাই ফাইনালের অপেক্ষায় আছি। আমি চেষ্টা করছি দলসহ ভালো খেলার।" 

আরো পড়ুন: this topic