'সমর্থকদের হতাশ করেছে ভাইকিংসরা'

বাংলাদেশ
'সমর্থকদের হতাশ করেছে ভাইকিংসরা'
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে চিটাগাং ভাইকিংসকে। গেল আসরে প্লে-অফ খেলা দলটি এবার মাত্র দুটি ম্যাচে জয়ের মুখ দেখেছে এখন পর্যন্ত।

দলে ভালো ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও দলীয় ভাবে পারফর্ম করতে পারেনি তারা। যেকারণে দুই ম্যাচ হাতে থাকলেও প্লে-অফ খেলা হচ্ছে না তাদের।

চট্টগ্রাম পর্বে ঘরের মাঠে প্রথম ম্যাচে জিতে আশা জাগিয়েছিলো লুক রঞ্চির দল। কিন্তু তারপর টানা কয়েক ম্যাচ হেরে ঘরের মাঠেই স্বপ্নভঙ্গ হয় দলটির।

তবে নিজ শহরের দলকে হারতে দেখে স্টেডিয়ামে দর্শক বেশী আসেনি। আর বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান মনে করেন চিটাগাং ভাইকিংস নিজেদের পারফর্মেন্স দিয়ে সমর্থকদের হতাশ করেছে।

যেকারণে ঢাকার বাইরে সিলেট পর্বে যেমন দর্শকদের মাঝে উত্তেজনা ছিল সেটা এখানে চোখে পড়েনি। সময় সংবাদের সাথে আলাপকালে তিনি বলেন,'সিলেটে আমরা যেটা দেখলাম একটা কার্নিভালের মত একটা অবস্থা ছিলো। যেইভাবটা এখানে নেই।'

বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আ জ ম নাছির বলেন, 'চিটাগং ভাইকিংসের কাছে দর্শকের যে প্রত্যাশা ছিলো তা পূরণ হয়নি এখনও।'

আরো পড়ুন: this topic