টানা ৪ ম্যাচ হারলেও হৃদয় বলছেন ‘দলটা ভালো ছিল, ভালোই আছে’

বাংলাদেশ- আয়ারল্যান্ড সিরিজ
টানা ৪ ম্যাচ হারলেও হৃদয় বলছেন ‘দলটা ভালো ছিল, ভালোই আছে’
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তাওহীদ হৃদয়, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টি-টোয়েন্টিতে চলতি বছর বাংলাদেশের জয়-পরাজয়ের পাল্লায় এখন পরাজয়ই বেশি। তারপরও তাওহীদ হৃদয় যেন উন্নতির দিকটাই বেশি স্পষ্ট দেখছেন। তার মতে, দল ইতোমধ্যেী বেশ থিতু হয়ে গেছে, আর মোমেন্টাম পেলেই আবার জয়ের ধারায় ফিরতে পারবে বাংলাদেশ।

আয়ারল্যান্ড সিরিজের আগে এ বছর বাংলাদেশের জয়-পরাজয় ছিল সমান ১৩টি করে। তবে সিরিজের প্রথম ম্যাচে হারায় পরাজয়ের সংখ্যা এখন এগিয়ে। বিশ্বকাপের আগে এই শেষ সিরিজটিও জেতা নিয়ে তাই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বছর মাঝামাঝি সময়ে টানা চারটি সিরিজ জিতেছিল বাংলাদেশ। মনে হচ্ছিল টি-টোয়েন্টিতে উন্নতির পথ দ্রুতই ওপরে উঠছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ এবং এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে বড় পরাজয় সেই ধারাকে থামিয়ে দিয়েছে।

যদিও বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী হৃদয়, 'আমার কাছে এরকম মনে হয়নি (বিশ্বকাপের আগে শঙ্কা জাগছে)। দল তো ভালোভাবেই সেট। আপনি যদি দেখেন, সব ক্রিকেটার গত এক বছরে অনেকগুলো ম্যাচ খেলেছে। সবাই পর্যাক্রমে খেলছে ও ভালো খেলছে। সব ক্রিকেটার যদি সুযোগ পায়, অবশ্যই কাজে লাগাবে আর প্রত্যেকটা ক্রিকেটার চায় যে, সুযোগ যখনই আসুক, সেটা যেন ভালোভাবে কাজে লাগাতে পারে।'

বছরের শুরুটা বাংলাদেশের জন্য কঠিনই ছিল। সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হার, এরপর পাকিস্তানে গিয়ে ৩–০ ব্যবধানে হেরে আসা, সব মিলিয়ে মন্থর সময় পার করতে হয়েছিল দলকে। যদিও পরে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় দলকে নতুন উদ্দীপনা দিয়েছিল। মাঝে অবশ্য এশিয়া কাপে ব্যর্থ হয় বাংলাদেশ। এরপর টানা চার পরাজয়ের পর এখন সেই ধারাবাহিকতা থমকে গেছে।

হৃদয় অবশ্য মানসিকভাবে পিছিয়ে যেতে একেবারেই রাজি নন, 'দলটা ভালো ছিল। এখনও ভালোই আছে। আমরা কখনও তো ভাবছি না যে আমাদের দল ‘ডাউন’ হয়ে গেছে। এই টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা তো টানা চারটা সিরিজ জিতেছি। এক-দুইটা সিরিজ বা তিন-চারটি ম্যাচ হতে পারে খারাপ। টি-টোয়েন্টি খেলাটা মোমেন্টামের খেলা। আমরা হেরেছি আজকে। আবার যখন দেখবেন যে, পরের ম্যাচ থেকে যদি জিততে শুরু করি, তাহলে আবার ধারাবাহিকভাবে চলতে থাকবে।'

আরো পড়ুন: তাওহীদ হৃদয়