মিরাজকে বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, যেখানে তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। শান্ত বর্তমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ না হওয়া পর্যন্ত অধিনায়কের দায়িত্বে থাকবেন।
সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত। তবে অনেক আলোচনার পর আবারও টেস্টের অধিনায়কের দায়িত্ব নিয়েছেন তিনি। চলমান আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আবারও নেতৃত্বে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার। এরই মধ্যে শান্তর নেতৃত্বে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে মুশফিকুর রহিমের শততম টেস্ট হিসেবে। এই ম্যাচের আগেই সহ-অধিনায়কের নাম ঘোষণা করে বড় চমক দিয়েছে বিসিবি। এর আগে বিভিন্ন সিরিজে সহ-অধিনায়কের নাম ঘোষণা হলেও লম্বা সময়ের জন্য কেউই সহ-অধিনায়কের দায়িত্ব পাননি।
এদিকে ওয়ানডে ফরম্যাটে, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মিরাজের নেতৃত্বে সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, এই বছরের জুন মাসে মিরাজকে এক বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নিশ্চিত করা হয়েছিল।
বাংলাদেশের হয়ে সংক্ষিপ্ততম ফরম্যাটে ধারাবাহিক এবং দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ সাইফ হাসানকে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগেই লিটন কুমার দাসকে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে।