এদিন বাংলাদেশের স্পিনাররাই ছড়ি ঘুরিয়েছেন সিলেটে। মেহেদী হাসান মিরাজ ৩টি, অভিষিক্ত হাসান মুরাদ নিয়েছেন দুটি উইকেট। একট উইকেট পেয়েছেন তানভির ইসলামও। অবশ্য বাকি ২ উইকেট তুলে নিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। দিন শেষে বাংলাদেশের বোলারদেরই কৃতিত্ব দিয়েছেন আয়ারল্যান্ড কোচ।
তিনি বলেছেন, 'দিনটি মোটামুটি ভালোই ছিল। যদিও শেষ বলে ওই উইকেটটা না হারালে হয়তো আরও ভালো হতো। ওই উইকেটটি হয়তো বাংলাদেশকে কিছুটা এগিয়ে দিয়েছে। তবে সত্যি বলতে, দুই দল ব্যাটিং না করা পর্যন্ত আসলে কিছুই নিশ্চিত করে বলা যায় না।'
উইলসন মনে করেন বাংলাদেশের বোলাররা বেশ ভালো জায়গায় বল ফেলেছেন এ কারণেই সফল হয়েছেন। প্রথম দিন উইকেটে স্পিনারদের জন্য বাড়তি কিছু না থাকলেও বাংলাদেশের স্পিনাররা শেষ দিকে সুবিধা পেয়েছেন বলে দাবি আইরিশ কোচের। তিনি বাংলাদেশের ভালো বোলিংয়ের প্রশংসা করেছেন।
উইলসন বলেন, 'এই প্রশ্নটি হয়তো বাংলাদেশ দলের জন্যই বেশি প্রযোজ্য! তবে আমার দিক থেকে বললে, আমি মনে করি তারা খুবই সঠিক জায়গায় বল করেছে। দিনের প্রথম সেশনে পিচে খুব বেশি স্পিন ছিল না, তবে সময় গড়ানোর সাথে সাথে স্পিনও বেড়েছে। তারা লাইন-লেংথ বজায় রেখে বল করেছে এবং আমাদের রান করার জন্য খুব বেশি আলগা বল দেয়নি।'
আয়ারল্যান্ডের হাতে মাত্র ২উইকেট। তারা দ্বিতীয় দিনের সকালে কতটা লড়াই করতে পারবে সেটাই দেখার বিষয়। আয়ারল্যান্ড অবশ্য তাকিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে। এরপর তারা বুঝতে চান ম্যাচ কোনদিকে যাচ্ছে। এমনকি উইকেটের আচরণ নিয়েও ভালো ধারণা পাবেন বলে মনে করেন উইলসন।
তিনি বলেন, 'আগামীকাল বাংলাদেশের ব্যাটিং দেখার পর আমরা হয়তো পরিস্থিতিটা আরও ভালোভাবে বুঝতে পারব। তখন উইকেটের আচরণ সম্পর্কেও আমাদের একটি ভালো ধারণা হবে। আমি আগেই বলেছি, ৭ উইকেটে এই রান হলে হয়তো দিনটা সমানে-সমানে শেষ হতো। তবে শেষ উইকেটটি হয়তো বাংলাদেশকে কিছুটা হলেও এগিয়ে রেখেছে।'