বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন অ্যাডায়ার

বাংলাদেশ
বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন অ্যাডায়ার
আয়ারল্যান্ডের জার্সিতে রস অ্যাডায়ার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। এর আগে দুঃসংবাদ পেয়েছে আইরিশরা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার রস অ্যাডায়ার। তিনি হাঁটুর হাড়ের স্ট্রেসের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না।

অ্যাডায়ারের জায়গায় জর্ডান নিল জায়গা পেয়েছেন আয়ারল্যান্ড দলে। তিনি আয়ারল্যান্ড টেস্ট দলের সঙ্গেই আছেন। সিরিজ শেষে তিনি টি-টোয়েন্টি দলের সঙ্গে থেকে যাবেন। এদিকে গত বছর সাউথ আফ্রিকার বিপক্ষে ৫৮ বলে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে আলোচনায় আসেন অ্যাডায়ার।

এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮ এবং ইংল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ২৬ ও ৩৩ রান করেছিলেন। এবার ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় তার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এদিকে অ্যাডায়ারের বদলি হিসেবে সুযোগ পাওয়া নিল এই বছরের মে মাসে আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন।

অ্যাডায়ারের ছিটকে যাওয়া নিয়ে আয়ারল্যান্ড দলের নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেছেন, 'বাংলাদেশ সফরের আগেই রসকে হারানো খুবই দুর্ভাগ্যজনক। ২০২৫ সালে টি-টোয়েন্টিতে সে তার যোগ্যতা প্রমাণ করেছে এবং আমরা তার বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স দেখতে আগ্রহী ছিলাম। আমরা কয়েকটি কম্বিনেশন পরীক্ষা করতে চাই যাতে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবে নেওয়া যায়।'

তিনি আরও বলেন, 'জর্ডান নিল টি-টোয়েন্টি স্কোয়াডে থাকবেন এবং দলকে গুরুত্বপূর্ণ সহায়তা দেবেন। আমাদের এমন খেলোয়াড় আছে যারা অতীতে উপরের দিকে ব্যাট করেছেন যা স্কোয়াডে ভারসাম্য আনতে সাহায্য করবে।'

আইরিশরা বাংলাদেশের সফর শুরু করবে সিলেটে ১১ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে। এরপর ১৯ নভেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। দুই দল ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

আরো পড়ুন: রস অ্যাডায়ার