সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন পাকিস্তানের আহসান রাজা ও অস্ট্রেলিয়ার স্যাম নোগাজস্কি। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওর্থ, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের তানভীর আহমেদ।
দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখানে অন-ফিল্ড দায়িত্বে থাকছেন স্যাম নোগাজস্কি ও রিচার্ড ইলিংওর্থ। টিভি আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল।
টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড দায়িত্বে থাকছেন গাজী সোহেল ও মোরশেদ আলী খান। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ারিং দায়িত্বে দেখা যাবে মাসুদুর রহমান মুকুল ও মোরশেদ আলী খানকে। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ। আর চতুর্থ আম্পায়ার সাথীরা জাকির জেসি।
সিরিজের শেষ ম্যাচ অর্থাৎ তৃতীয় টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ ও সাথীরা জাকির জেসি। টিভি আম্পায়ার হবেন মোরশেদ আলী খান।