মোসাদ্দেক হোসেন সৈকত শুন্য রানে ফিরলেও আবু হায়দার রনিকে নিয়ে রানের খাতা বড় করতে থাকেন আকবর। আট বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন রনি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে আকবর করেন ১৩ বলে ৫১ রান। এই ইনিংসে ছিল একটি চার ও সাতটি ছক্কার মার। বোলিংয়ে নেমে প্রথম ওভারেই হংকংয়ের দুই ব্যাটারকে ফেরান রনি। বাবর হায়াত ও আনশি রাঠ রানের খাতাই খুলতে পারেননি।
তারপর লম্বা জুটি গড়েন আইজাজ খান এবং নিজাকাত খান। ১৫ বলে ৫৫ রান করে উঠে যান আইজাজ। নাসরুল্লা রানা ব্যাটিংয়ে নামলে তাকে চার রানেই ফেরান রনি। শেষ ওভারে হংকংয়ের দরকার ছিল ত্রিশ রানের। তারপর আবার ব্যাটিংয়ে নামেন আইজাজ। আকবর আলীর করা শেষ ওভারে ৩২ রান নেন তিনি। হাঁকান পাঁচটি বিশাল ছক্কা। ২১ বলে চারটি চার ও ১১টি ছক্কায় অপরাজিত ৮৫ রান করেন আইজাজ।
এর আগে হংকং সিক্সেস টুর্নামেন্টের প্লেট লেগের সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। আগে ব্যাটিং করে নির্ধারিত ছয় ওভারে বাংলাদেশ তোলে তিন উইকেটে ১২৮ রান। জবাবে ১০৩ রানে থামে সাউথ আফ্রিকার ইনিংস। ব্যাটিংয়ে ১৩ বলে ৫৪ রানের টর্নেডো ইনিংস খেলেন হাবিবুর রহমান সোহান। ইনিংসে ছিল একটি চার ও আটটি ছক্কার মার। জিসান আলম করেন সাত বলে চারটি ছক্কায় ২৪ রান। ওপেনিং জুটিতেই আসে ৮৫ রান।
তারপর তিনটি চার ও দুটি ছক্কায় মোসাদ্দেক হোসেন সৈকতের আট বলে ২৭ রানের ইনিংসে বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ৫৯ রানের ওপেনিং জুটি পেলেও ম্যাচটিতে জিততে পারেনি সাউথ আফ্রিকা। দুই ওভারে ২৫ রান খরচায় দুই উইকেট নেন আবু হায়দার রনি। এক ওভারে ১৫ রান খরচায় দুই উইকেট নেন জিসান। একটি করে উইকেট নেন রাকিবুল হাসান এবং আকবর আলী।