সালাহউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

বাংলাদেশ
সালাহউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি
মোহাম্মদ সালাহউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়তে চলেছেন মোহাম্মদ সালাহউদ্দিন। মঙ্গলবার রাত থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল চারদিকে। বুধবার বাংলাদেশ দলের এই কোচ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হাজির হলে সেই গুঞ্জন আরও ডালপালা মেলে।

পরে জানা যায় পদত্যাগপত্র জমা দিতেই বিসিবিতে এসেছিলেন সালাহউদ্দিন। বিসিবি সভাপতিসহ বেশ কয়েকজন কর্মকর্তা আইসিসির মিটিংয়ে আছেন। যার ফলে স্বশরীরের মিরপুরে এলেও পদত্যাগ পত্র জমা দিতে পারেননি। পরবর্তীতে বাসায় ফিরে ই-মেইলে বিসিবি সভাপতি ও প্রধান নির্বাহী বরাবর পদত্যাগ জমা দিয়েছেন।

আইসিসির মিটিংয়ে থাকাকালীনই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সালাহউদ্দিন গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হন।

তার সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই সফল কোচ। সিনিয়র সহকারী কোচ হলেও সালাহউদ্দিন গত কিছুদিন বাংলাদেশ দলের ব্যাটিং কোচেরও দায়িত্ব সামলেছেন।

মূলত ডেভিড হেম্পের বিদায়ের পর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদটি খালি পড়ে থাকে। সেখানে একজন বিদেশী কোচের নিয়োগের চিন্তা থাকলেও কারো সঙ্গে কথা চূড়ান্ত করতে পারেনি বিসিবি। আপাতত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে।

আয়ারল্যান্ড দল ৬ নভেম্বর বাংলাদেশে আসবে। সফরে তারা দুটি টেস্ট ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, আর দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। প্রথম দুটি ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর, আর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২ ডিসেম্বর।

আরো পড়ুন: মোহাম্মদ সালাহউদ্দিন