নির্বাচক হতে রাজি আনোয়ার, সময় চেয়েছেন সানি

বাংলাদেশ
নির্বাচক হতে রাজি আনোয়ার, সময় চেয়েছেন সানি
ইলিয়াস সানি, ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
· ১ মিনিট পড়া
বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে আনোয়ার হোসেন এবং ইলিয়াস সানিকে। দায়িত্ব নিতে রাজি হয়েছেন সাবেক উইকেটকিপার ব্যাটার আনোয়ার। তবে সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সময় চেয়েছেন স্পিনার সানি। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচিং পেশায় মনোযোগ দেন হান্নান সরকার। বাংলাদেশের সাবেক ক্রিকেটারের অধীনে গত মৌসুমে ডিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। আগামী মৌসুমে দেখা যেতে পারে লিজেন্ডস অব রূপগঞ্জের ডাগ আউটে। হান্নান চাকরি ছড়ায় ৬-৭ মাস নির্বাচকের দায়িত্ব সামলেছেন আব্দুর রাজ্জাক ও গাজী আশরাফ হোসেন লিপুকে।

প্রায় দুইশ থেকে আড়াইশ ক্রিকেটার নির্বাচনের দায়িত্ব ছিল তাদের দুজনের কাঁধে। কিছুদিন আগে অবশ্য তৃতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব দেয় হাসিবুল হোসেন শান্ত। যদিও গত বিসিবি নির্বাচনের আগে চাকরি আরেক নির্বাচক রাজ্জাক। আবারও দুজন নির্বাচক দিয়ে কাজ চালাতে হচ্ছে বিসিবি। নতুন কাউকে যুক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড।

জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ ‘এ’ দল, হাই পারফরম্যান্স দল, এনসিএলে ৮ বিভাগের দলগুলোও নির্বাচন করতে হয় তাদের। লিপু ও হাসিবুলের চাপ কমাতে বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচক নিয়োগ দিচ্ছে বিসিবি। যেখানে বাংলাদেশের হয়ে একটি করে ওয়ানডে এবং টেস্ট খেলা আনোয়ারকে প্রস্তাব দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। সেই প্রস্তাবে রাজিও হয়েছেন তিনি।

আনোয়ারের পাশাপাশি একই প্রস্তাব পেয়েছেন সানিও। নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি বাংলাদেশের জার্সিতে চারটি করে ওয়ানডে এবং টেস্ট খেলেছেন সাবেক এই বাঁহাতি স্পিনার। এ ছাড়া সাতটি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি। প্রস্তাব পেলেও এখনো নিজের সিদ্ধান্ত জানাননি সানি। জানা গেছে, সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে কদিন সময় চেয়েছেন সাবেক এই স্পিনার।

আরো পড়ুন: বাংলাদেশ