চলতি বছরের জুলাই থেকে তার চুক্তি এক বছরের জন্য নবায়ন করা হয়েছিল। তবে ক্রিকফ্রেঞ্জিকে বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে, নির্ধারিত ক্ষতিপূরণ পরিশোধ করে সম্পর্কের সমাপ্তি ঘটানো হবে।
বিসিবির এক কর্মকর্তা জানান, চুক্তি অনুযায়ী বোর্ড যদি মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পর্ক শেষ করতে চায়, তাহলে গামিনীকে দুই মাসের বেতন দিতে হবে। বোর্ড সেই শর্ত মেনে অর্থ পরিশোধ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে।
দীর্ঘ সময় ধরে মিরপুরের শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করা গামিনীকে সম্প্রতি রাজশাহীতে স্থানান্তর করা হয়েছিল। তবে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংসের প্রত্যাবর্তনের পর বিসিবির সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।
টনি হেমিংস বিসিবি ছাড়ার সিদ্ধান্ত নেন গামিনির সঙ্গে মতবিরোধের কারণে। গামিনি দীর্ঘদিন ধরে দেশের পিচ সংক্রান্ত সব সিদ্ধান্তে প্রধান ভূমিকা পালন করছিলেন, যা নিয়ে বোর্ডের ভেতরে অসন্তোষ ছিল।
তার মেয়াদকালে পিচের ধীরগতি ও নিচু বাউন্স নিয়ে সমালোচনা ছিল নিয়মিত। আন্তর্জাতিক ও ঘরোয়া দুই স্তরেই এসব পিচ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রিকেটার ও কর্মকর্তারা। গামিনী বিসিবির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় একক ভেন্যুর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।