কাতারে ৮ দলের টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ ‘এ’, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

বাংলাদেশ
কাতারে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
কাতারে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কাতারের দোহায় শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫। দুই গ্রুপে ভাগ হয়ে আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং চায়না। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

বাংলাদেশ ‘এ’ দলের টুর্নামেন্ট শুরু হবে ১৫ নভেম্বর। সেদিন সকাল ১১টা ৩০ মিনিটে তারা মুখোমুখি হবে হংকং চায়নার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের দোহায় ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

দ্বিতীয় ম্যাচে ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আফগানিস্তান ‘এ’-এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, যা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ, আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে।

দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। প্রথম সেমিফাইনাল দুপুর ২টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় সেমিফাইনাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর, রোববার, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একই ভেন্যুতে।

বাংলাদেশ ‘এ’ দলের জন্য এই আসরটি হবে তরুণদের নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো প্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করলে মূল জাতীয় দলের দুয়ার খুলে যেতে পারে তরুণ ক্রিকেটারদের সামনে।

আরো পড়ুন: বাংলাদেশ 'এ' দল