টেস্ট, টি-টোয়েন্টির পর চলতি বছর ওয়ানডে থেকেও অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনো ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি। গত ডিপিএলে মোহামেডানের হয়ে খেলা সাবেক ডানহাতি ব্যাটার সবশেষ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতেও খেলেছেন।
ঢাকা মেট্রোর হয়ে মাত্র দুইটি ম্যাচ খেলেছিলেন মাহমুদউল্লাহ। যেখানে একটি ম্যাচে অপরাজিত ৪১ রানের ইনিংসও খেলেছিলেন। আপাতত খেলা না থাকায় বাসায়ই ছিলেন তিনি। তবে কয়েকদিন আগে হুট করেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সাবেক এই ব্যাটার। অসুস্থ হওয়ার পরই হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত দুই-তিন দিন হলো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন মাহমুদউল্লাহ। জানা গেছে, বাংলাদেশের সাবেক অধিনায়কের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এ প্রসঙ্গে সূত্রটি বলেন, ‘উনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ২-৩ দিন হলো হাসপাতালে ভর্তি তবে আগের চেয়ে ভালো আছেন। অবস্থা ক্রমশই উন্নতি হচ্ছে।’
এ ছাড়া ফেসবুকে পোস্ট করে মাহমুদউল্লাহর জন্য দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী জান্নাতুল কাউসার। তিনি লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়ালু। তাকে (মাহমুদউল্লাহ রিয়াদ) আপনার প্রার্থনায় রাখুন। আল্লাহহুম্মা বারিক লানা।’
টেস্ট থেকে অবসর নেয়ায় স্বাভাবিকভাবেই চলমান এনসিএলে খেলছেন না মাহমুদউল্লাহ। তবে সুস্থ হয়ে উঠলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য প্রস্তুতি নিতে পারেন তিনি। বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন সাবেক এই ব্যাটার। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে হতে যাওয়া টুর্নামেন্টও খেলতে দেখা যেতে পারে তাকে।