আশিকুর-রায়ানের কাছে পাত্তাই পেল না সিলেট

বাংলাদেশ
আশিকুর-রায়ানের কাছে পাত্তাই পেল না সিলেট
বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অমিত হাসান ও আসাদুল্লা আল গালিবের জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে ঢাকা বিভাগের বিপক্ষে ৭ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করেছিল সিলেট বিভাগ। সেই লক্ষ্য ৯ উইকেট ও ১৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ঢাকা। সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের দল।

তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে তারা। মাঝারি লক্ষ্যে তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ঢাকার হয়ে আশিকুর রহমান শিবলি ও রায়ান রহমান মিলে যোগ করেন ৯৩ রান। এমন জুটির পর ঢাকার জয় ছিল শুরু সময়ের ব্যাপার। হয়েছেও ঠিক তাই।

সিলেটের লেগ স্পিনার নাঈম হোসেন আউট করেন ঢাকার ওপেনার শিবলিকে। তিনি ৩৯ বলে ৬০ রান করে আউট হন। এই ওপেনারের ৩৯ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। রায়ান অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৫ বলে ৪৬ রান করে। তিন নম্বরে নেমে অপরজাইত ১৮ বলে ২৬ রানের ক্যামিও খেলেছেন আরিফুল ইসলাম।

আর তাতেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা ১৫ রানের মধ্যে হারিয়ে ফেলে ৩ উইকেট। এই বিপর্যয় থেকে তারা ঘুরে দাঁড়ালেও বড় সংগ্রহ গড়তে পারেনি। তৃতীয় উইকেটে অমিত হাসান ও আসাদউল্লাহ আল গালিব দারুণ এক জুটি গড়েন। তারা চতুর্থ উইকেটে যোগ করেন ৮২ রান।

৪৬ বলে ৫২ রান করা অমিতকে বোল্ড করে জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন। এরপর পঞ্চম উইকেটে গালিব ও রেজাউর রহমান রাজা ৩২ রান যোগ করে ঢাকার সংগ্রহ একশ পাড় করেন। মোসাদ্দেক ফিরিয়েছেন গালিবকেও। গালিবও আউট হয়েছেন ৫২ রান করে। রাজা ৮ বলে ১৫ রান করে। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোসাদ্দেক। দুটি করে উইকেট নেন শুভাগত হোম ও মাহফুজুর রহমান রাব্বি।

আরো পড়ুন: এনসিএল টি-টোয়েন্টি