ক্যাচ মিসই বাংলাদেশকে ডুবিয়েছে, বলছেন মিসবাহ

বাংলাদেশ
ক্যাচ মিসই বাংলাদেশ ডুবিয়েছে, বলছেন মিসবাহ
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে উজ্জ্বল ছিলেন কেবল সাইফ হাসান। পুরো আসরে দুটি হাফ সেঞ্চুরি করেন এই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে সাইফ আউট হওয়ার পরই বাংলাদেশের সব সম্ভাবনা শেষ হয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।

এবারের আসরে চার ইনিংসের সাইফ রান করেছেন ৪৪.৫০ গড়ে মোট ১৭৮। যা বাংলাদেশ দলের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে আছেন এই ডানহাতি ব্যাটার।

এবারের আসরে হংকংয়ের বিপক্ষে ম্যাচটিতে সুযোগ পাননি সাইফ। প্রথমবার দলে সুযোগ পেয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা মরার ম্যাচে। সেখানে খেলেন ৩০ রানের একটি কার্যকারী ইনিংস। যা পাওয়ার প্লেতে ভালো শুরু এনে দিয়েছিল দলকে।

তারপর সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলে দলের জয়ে ভুমিকা রেখে হয়েছিলেন ম্যাচসেরা সাইফ। ভারতের বিপক্ষেও তিনি খেলেন ৬৯ রানের লড়াকু ইনিংস। তবে পাকিস্তানের বিপক্ষে আউট হন ১৮ রান করেই।

পাকিস্তান-বাংলাদেশের ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে মিসবাহ বলেন, 'বাংলাদেশের পেছনের দুইটা ম্যাচে সাইফই রান করেছে। পাকিস্তানের বিপক্ষে সাইফ যখন আউট হয়েছে বাংলাদেশের সব সম্ভাবনা শেষ হয়ে গেছে।'

'হারিস এসে যখন ওদের মেইন ব্যাটার সাইফকে আউট করল তখনই ওরা বিপদে পড়ে। সাইফ আগের দিন পঞ্চাশের বেশি রান তো করে, কিন্তু পাকিস্তানের বিপক্ষে রান করতেই ওর খুব কষ্ট হচ্ছিল। বাংলাদেশের আত্মবিশ্বাস ওখানেই চাপা পড়ে।'

এই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহুর্তে বাংলাদেশ দলের খেলোয়াড়রা শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজের ক্যাচ ফেলেছে। মিসবাহর মতে, এই ক্যাচ মিসই ভুগিয়েছে বাংলাদেশ দলকে।

'ক্যাচ মিস বাংলাদেশকে ভুগিয়েছে। ৫০ রানে ৫ উইকেট নিয়ে বোলাররা নিজেদের কাজ ভালোভাবেই করেছে। কিন্তু ফিল্ডাররা শাহীনের ক্যাচ ছাড়ে, প্রথম বলে নাওয়াজের ক্যাচ ছাড়ে। এগুলো ধরতে পারলে পাকিস্তানের রান ১০০-১১০ এর বেশি হত না।'

আরো পড়ুন: মিসবাহ উল হক