বিশ্বকাপে যাওয়ার আগে টাফেলের পরামর্শ নিলেন জেসি

বাংলাদেশ
বিশ্বকাপে যাওয়ার আগে টাফেলের পরামর্শ নিলেন জেসি
সাথিরা জাকির জেসি (বামে) ও সাইমন টাফেল (ডানে), ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে কাজ করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ারদের প্রশিক্ষক সাইমন টাফেলের কাছে পরামর্শ চেয়েছেন দেশের অন্যতম সেরা এই আম্পায়ার।

আইসিসি জানিয়েছে আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো সম্পূর্ণ নারী ম্যাচ অফিসিয়ালসদের একটি দল দায়িত্ব পালন করবে। যদিও সাম্প্রতিক তিনটি ইভেন্ট- ২০২২ কমনওয়েলথ গেমস (বার্মিংহাম) এবং শেষ দুটি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সব নারী অফিসিয়ালস দায়িত্ব পালন করেছিলেন।

কিন্তু নারী বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম এই দায়িত্ব পেতে চলেছেন নারী ম্যাচ অফিশিয়ালসরা। ১৪ জন আম্পায়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে আছেন জেসি।

তার ব্যাপারে কথা বলতে গিয়ে ক্রিকফ্রেঞ্জিকে টাফেল বলেন, 'জেসি আমার সাথে কথা বলেছিলেন কীসের জন্য প্রস্তুত থাকতে হবে, কী প্রত্যাশা করতে হবে এবং স্মার্ট রিপ্লের মতো নতুন প্রযুক্তি কীভাবে সামলাতে হবে, একজন টিভি আম্পায়ার হিসেবে। আমাদের খেলার একটি অদ্ভুত বিষয় হলো, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য আমাদের সবসময় অগ্রগতির পথ থাকে না। তাই তিনি নতুন প্রক্রিয়া, নতুন প্রযুক্তি, নতুন কাজ করার পদ্ধতির মুখোমুখি হতে যাচ্ছেন যা তিনি আগে দেখেননি, ঘরোয়া ক্রিকেট খেলে বা এমনকি এখানে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট করার সময়।'

'তাই যেহেতু এটি অপরিচিত, এটি একটু ভয়ের হতে পারে। তাই আমরা আলোচনা করার, পরিকল্পনা করার এবং অনুশীলন করার চেষ্টা করি যাতে আমরা অতিরিক্ত উদ্বিগ্ন না হই, ভীত না হই। তিনি খুবই বুদ্ধিমতি এবং এটিই মূল বিষয়। তাই আসন্ন চ্যালেঞ্জগুলো নিয়ে তার সাথে আমার আলোচনা হলো, সেই আত্মবিশ্বাস তৈরি করার চেষ্টা করেছি, সেই আত্মবিশ্বাস বজায় রাখি। তাকে অনুভব করাই যে তিনি চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত।'

এদিকে বিশ্বকাপে যাওয়ার আগে ড্রেস রিহার্সেল হিসেবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ারিং প্যানেলে ছিলেন জেসি। সিলেটে অনুষ্ঠিত হওয়া সিরিজে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করেন তিনি।

আরো পড়ুন: সাথিরা জাকির জেসি