আশরাফুলের জায়গায় ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে বুলবুল

বাংলাদেশ
আশরাফুলের জায়গায় ঢাকা বিভাগের অ্যাডহক কমিটিতে বিসিবি সভাপতি বুলবুল
বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সবশেষ জুলাইয়ে গঠিত ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে ছিলেন মোহাম্মদ আশরাফুল। দুই মাসের ব্যবধানে আবারও নতুন করে অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে নতুন সেই কমিটিতে নেই আশরাফুলের নাম। বাংলাদেশের সাবেক অধিনায়কের জায়গায় যুক্ত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া সাথিরা আক্তার জেসির পরিবর্তে ঢাকা জেলার অ্যাডহক কমিটিতে যুক্ত করা হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে।

ফারুক আহমেদের উপর অনাস্থা প্রকাশ করলে এনএসসির মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েছেন বুলবুল। একটা দ্রুতগতির টি-টোয়েন্টি ইনিংস খেলেই চলে যেতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে চলতি মাসের শুরুর দিকে নিজের সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন। নিজের শুরু করা কাজগুলো শেষ করতে এখন একটা ওয়ানডে ইনিংস খেলতে চান তিনি।

সেটা করতে গিয়ে বিসিবির নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বুলবুল। আবারও এনএসসি থেকে পরিচালক হয়ে বিসিবিতে আসার সুযোগ আছে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের। তবে সেই সুযোগটা লুফে নেবেন না তিনি। কারণ সরকার বদলে গেলে চাইলে পরিচালক পদ থেকে সরানো যাবে তাকে। অন্য কোনো ক্যাটাগরি থেকে নির্বাচিত হলে সেটা করার সুযোগ থাকবে না সরকার কিংবা এনএসসির।

এমন অবস্থায় ঢাকা বিভাগের পরিচালক হয়ে নির্বাচনের গুঞ্জন আছে তাঁর। সেই গুঞ্জন যেন সত্যি হওয়ার পথে আরও এক এগিয়ে গেল। দুই মাসের ব্যবধানে কমিটি পরিবর্তন করে ৮ সেপ্টেম্বর নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি। যেখানে সাবেক অধিনায়ক আশরাফুলকে সরিয়ে ‘ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রাক্তন অধিনায়ক হিসেবে’ আহবায়কের পরেই প্রথম সদস্য হিসেবে তাকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

এনএসসির এমন সিদ্ধান্তে ঢাকার বিভাগীয় ক্রীড়া সংস্থার পরিচালক হয়ে বিসিবির নির্বাচনে অংশ নেয়ার পথটা সুগম হলো বুলবুলের। বিসিবি সভাপতি ছাড়াও ওই অ্যাডহক কমিটিতে আছেন আরও ১০ জন। যারা সবাই আগের কমিটিতেও ছিলেন। বিভাগীয় কমিটির পাশাপাশি ঢাকা জেলার অ্যাডহক কমিটিতেও পরিবর্তন এসেছে। আগের কমিটিতে ছিলেন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার জেসি। তাকে সরিয়ে সেখানে নাজমুল আবেদিনকে জায়গা দেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, অন্য ক্যাটাগরিতে বিসিবির নির্বাচনে অংশ নিতে দেখা যেতে পারে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানকে। যদিও তিনি নির্বাচন করবেন সেটা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। কদিন আগেই বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচন কমিটিও গঠন করেছে দেশের ক্রিকেট বোর্ড। এদিকে বিসিবি নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন তামিম ইকবাল। এমনটা হলে সভাপতি পদে বাংলাদেশের সাবেক অধিনায়কের সঙ্গে লড়াই হতে পারে বুলবুলের।

আরো পড়ুন: আমিনুল ইসলাম বুলবুল