বিপিএল আয়োজনের দায়িত্ব আইএমজির

বিসিবি, বিপিএল, আইএমজি
বিপিএল নিয়ে সমালোচনা চলতেই থাকে। শুরুর দিকে আইপিএলের পরই বিপিএলকে ধরা হতো দ্বিতীয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এরপর দিনে দিনে মান কমেছে বিপিএলের। গজিয়ে ওঠা অন্য ফ্র্যাঞ্চাইজি লিগরাও নিজেদের মান বাড়িয়েছে।

promotional_ad



আরো পড়ুন

দ্য হান্ড্রেডে খেলবেন অশ্বিন, আছে বিপিএলে আসার সম্ভাবনাও

২৭ আগস্ট ২৫
ফাইল ছবি

সেই তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে বিপিএল। ক্রিকেটারদের পাওনা নিয়ে শুরু থেকে সমস্যা ও অনিয়মের কারণে প্রতি আসরেই সমালোচনার মুখে পড়তে হয় বিপিএলের আয়োজকদের। এই সমস্যা কাটিয়ে উঠতেই একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে বিপিএল আয়োজনের দায়িত্ব দিতে চায় বিসিবি। কদিন আগে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য বিজ্ঞাপনও প্রকাশ করে বিসিবি।


বিসিবির সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে ৪টি পুরোদস্তুর ভিনদেশিসহ মোট ৫টি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে বিসিবিতে দরপত্র জমা দেয়। যেখানে ছিল অ্যাপেক্স স্পোর্টিং কনসাল্টিং, আইএমজি, রিয়াল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসলিউট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি।


promotional_ad



এর মধ্যে সবচেয়ে বেশি বেশি এগিয়ে ছিল আইএমজি। তাদের কাঁধেই এবার বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দিয়েছে বিসিবি। সোমবার বিসিবির সভা শেষে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তাদেরকে আগামী ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হচ্ছে।


বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এ প্রসঙ্গে বলেছেন, 'বিপিএলের স্পোর্টস মার্কেটিং কনসাল্টিং ফার্ম হিসেবে আইএমজিকে অনুমোদন দেয়া হয়েছে। আইএমজি অন্যতম সেরা মার্কেটিং ফার্ম এবং আমরা জানি বিপিএলের কী অবস্থা এখন, বিপিএলের মান পুনরুদ্ধারের যে অনেকগুলি পদক্ষেপ নিচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ। কারণ আমরা জানি যে আইএমজি অন্যতম সনামধন্য কনসালটেন্সি ফার্ম এবং আমরা আশা করছি যে আইএমজি খুব ভালো ভূমিকা রাখতে পারবে বিপিএল আয়োজনে।'


আইপিএল পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান ‘আইএমজি‘কে আগামী তিন বছরের জন্য বিপিএলের আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজি বাছাই থেকে শুরু করে বিপিএলের সবধরনের খুঁটিনাটি বিষয়গুলো দেখার ভার এখন থেকে এই প্রতিষ্ঠানের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball