এই সিরিজের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিটি ম্যাচের জন্য একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অনলাইনে বিক্রি না হওয়া টিকিট বিক্রি করা হবে স্টেডিয়ামের বাইরের বুথে।
সর্বোচ্চ ৩৫০০ টাকা ও সর্বনিম্ন ৩০০ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন ক্রিকেট সমর্থকরা। বাংলাদেশের মাটিতে হওয়া আগের সিরিজগুলোর তুলনায় একটু বেশি মূল্যে মাঠে বসে খেলা দেখতে হবে দর্শকদের। ২০২৪ সালের এপ্রিলে জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি সিরিজে সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকায় খেলা দেখতে পেরেছিলেন দর্শকরা।
টিকিটের মূল্য তালিকা :
ক্লাব হাউস (সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার টিয়ার): ৮০০ টাকা
ক্লাব হাউস (নর্থ - শহীদ জুয়েল স্ট্যান্ড): ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ - মিডিয়া ব্লক): ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ - কর্পোরেট ব্লক): ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ - কর্পোরেট ব্লক): ৩৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার): ২৫০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকা
নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা
ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা