ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের যুবাদের দল ঘোষণা

ছবি: ফাইল ছবি

২৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের যুবারা। আজিজুল তামিমদের প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে, ২৬ জুলাই একই মাঠে। দুই ম্যাচ হওয়ার পর পুরো সিরিজটি সরিয়ে নেয়া হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশের যুবারা
৮ জুলাই ২৫একদিনের বিরতিতে দিয়ে বাংলাদেশের যুবারা পরের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে, ২৮ জুলাই। রাউন্ড রবিন পদ্ধতিতে হতে যাওয়া সিরিজে জিম্বাবুয় ও সাউথ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে সাউথ আফ্রিকার সঙ্গে দ্বিতীয়বার দেখা হবে ৩১ জুলাই।

ত্রিদেশীয় একদিনের সিরিজে বাংলাদেশের পরের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ১ আগষ্ট ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ৬ আগষ্ট সাউথ আফ্রিকার সঙ্গে তৃতীয়বার দেখা হবে টাইগার যুবাদের। গ্রুপ পর্বের ম্যাচ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে জাওয়াদ-আজিজুলরা খেলবে ৮ আগষ্ট। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দুই দেশ ফাইনাল খেলবে ১০ আগষ্ট, একই মাঠে।
আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান
৬ জুলাই ২৫
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল— আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, শাহরিয়া আল আমিন, ফারজান আহমেদ আলিফ, মোহাম্মদ আব্দুল্লাহ, রিফাত বেগ, স্বাধীন ইসলাম।
স্ট্যান্ডবাই— শাহরিয়ার আহমেদ, শাহরিয়াল আজমির, মোহাম্মদ সবুজ, ফারহান শাহরিয়ার