মুরাদ-নাইমের ঘূর্ণিতে কিউইদের গুটিয়ে জয়ের স্বপ্ন দেখছেন সোহানরা

ছবি: নাইম হাসান ও হাসান মুরাদ

নিক কেলির সেঞ্চুরিতে ভর করে আগের দিনই ২০৪ রানের লিড নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। চতুর্থ দিন সকালে তাদের দাঁড়াতেই দেননি নাইম ও মুরাদ। কিউইদের দ্বিতীয় ইনিংস এই দুই স্পিনার মিলে গুঁড়িয়ে দিয়েছেন ২৫৭ রানে। ফলে বাংলাদেশ 'এ' দলের সামনে ২৪৬ রানের লক্ষ্য দাঁড়িয়েছে।
মুরাদের স্পিন সামলে কেলির সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে কিউইরা
২১ ঘন্টা আগে
দিনের শুরুতেই সেঞ্চুরি হাঁকানো কেলিকে ব্যক্তিগত ১২২ রানে বোল্ড করেন নাইম। এরপর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার মিচেল হেইকে এলবিডব্লিউ করে আউট করেন হাসান মুরাদ। থিতু হওয়ার আগেই ক্রিস্টিয়ান ক্লার্ককে বোল্ড করে ফেরান নাইম। এরপর আর বেশিদূর এগোতে পারেননি কিউইরা।

৪ রান করা আদিত্য অশোককে এলবিডব্লিউ করে আউট করেছেন নাইমই। কিউইদের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন ৩২ বলে ২১ রান করা ড্যান ফক্সক্রফট। অলরাউন্ডার ফক্সক্রফট চেষ্টা করছিলেন রান কিছু বাড়াতে। একপ্রান্ত কিছুটা হলেও আগলে রেখেছিলেন তিনি।
১২ রানের লিড নিয়ে ২৬৮ রানে অল আউট সোহানরা
১৬ মে ২৫তবে ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মারার চেষ্টায় ফিরে যান তিনি। তাকে আউট করেই পাঁচ উইকেট পূর্ণ হয় মুরাদের। বাংলাদেশের এই স্পিনার তিনি ৬১ রানে ৫ উইকেট শিকার করেছেন দ্বিতীয় ইনিংস। আর ৭৩ রানে ৪ উইকেট নিয়েছেন নাইম। বাকি একটি উইকেট নেন খালেদ আহমেদ।
আগের দিন তিন উইকেট নিয়ে কাজটা অনেকটাই এগিয়ে রেখেছিলেন মুরাদ। শেষদিন আরও ২ উইকেট যোগ করেই মাইলফলকে পৌঁছে যান এই স্পিনার। এনিয়ে ৩২টি প্রথম শ্রেণির ম্যাচে মুরাদ ৫ উইকেট নেয়ার স্বাদ পেলেন ১৩তমবারের মতো। নাইম আগের দিন নিয়েছিলেন একটি উইকেট। তিনি এদিন তুলে নেন আরও ৩টি উইকেট।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ 'এ' দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে করেছে ৩২ রান। শুরুতেই আউট হয়ে ফিরে গেছেন এনামুল হক বিজয়। তিনি ৮ বলে ১৬ রান করে ফেরেন। যদিও জাকির হাসান ১৬ বলে ১৪ ও মাহমুদুল হাসান জয় ৫ বলে ২ রান করে অপরাজিত আঁচেন।