promotional_ad

মেয়াদ শেষের আগেই অ্যাডামসকে বিদায় জানাল বিসিবি

ফাইল ছবি
দুই বছরের চুক্তিতে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আন্দ্রে অ্যাডামস। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে পেস বোলিং কোচ ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফরে যেতে পারে বাংলাদেশ।

promotional_ad

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরকে সামনে রেখে মিরপুরে অনুশীলন ক্যাম্প করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রধান কোচ ফিল সিমন্সের পাশাপাশি সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ট্রেনার নাথান কেলি, ফিল্ডি কোচ জেমস প্যামেন্টরা সবাই ছিলেন ক্যাম্পে। তবে ক্রিকেটারদের সেই ক্যাম্পে যোগ দেননি অ্যাডামস।


আরো পড়ুন

‘যারা মনে করেন বাংলাদেশের অধিনায়কত্ব সহজ, আপনারা ভুল রাজ্যে আছেন’

১৫ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডারের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে বিসিবি! এমন গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। ক্যাম্পে যোগ না দেয়ায় অ্যাডামসের বিদায়টা প্রায় নিশ্চিত হয়ে যায় তখনই। শনিবার (১০ মে) মিরপুরে ফুল দিয়ে অ্যাডামসকে বিদায় জানিয়েছেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। অথচ দুই বছরের চুক্তিতে বাংলাদেশে এসেছিলেন তিনি।


promotional_ad

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন এমন চুক্তিতে গত বছরের মার্চে তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানদের দায়িত্ব নিয়েছিলেন অ্যাডামস। তবে এক বছর পেরিয়ে যাওয়ার পরই তার সঙ্গে সম্পর্ক রাখতে চাচ্ছে না বিসিবি। কাজ নিয়ে সন্তুষ্ট হতে না পারায় অ্যাডামসের সঙ্গে চুক্তি বাতিল করেছে।


অ্যাডামসের সঙ্গে চুক্তি বাতিলের খবরটি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার না থাকায় বাংলাদেশের পেস বোলিংয়ের জায়গায়টা এখন ফাঁকা। গুঞ্জন আছে, অ্যাডামসের রেখে যাওয়া জায়গা নিতে পারেন শন টেইট। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।


সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করা টেইটের সঙ্গে আগেই কথা এগিয়ে রেখেছেন ফারুক আহমেদের বোর্ড। ধারণা করা হচ্ছে, পাকিস্তান সফর থেকেই বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন টেইট। সংযুক্ত আরব আমিরাত সফরে পেস বোলিং কোচ হিসেবে কেউ যাচ্ছেন কিনা সেটার নিশ্চয়তা নেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball