দেশে ফিরলেন নাহিদ-রিশাদ

বাংলাদেশ
দেশে ফিরলেন নাহিদ-রিশাদ
রিশাদ হোসেন ও নাহিদ রানা, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রচেষ্টায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি ছাড়েন রিশাদ হোসেন-নাহিদ রানাসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা।

দুবাই হয়ে শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে রিশাদ ও পেশাওয়ার জালমির জার্সিতে খেলার জন্য পাকিস্তানে গিয়েছিলেন নাহিদ।

টুর্নামেন্ট শেষ না হলেও ভারতের সঙ্গে সংঘাতের জেরে পিএসএল স্থগিত করতে বাধ্য হয়েছে পিসিবি। এমন অবস্থায় বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বিমানে দ্রুতই দুবাইয়ে নেয়ার ব্যবস্থা করে মহসিন নাকভির বোর্ড।

শুক্রবার (৯ মে) রাতে রাওয়ালপিন্ডি ছাড়েন নাহিদ-রিশাদরা। তাদের দুজনের পাশাপাশি অন্য বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরাও একই বিমানে রাওয়ালপিন্ডি ছেড়েছেন। তারা দুবাই থেকে নিজ গন্তব্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

লাহোরে রিশাদের দলের হয়ে খেলেছেন ড্যারিল মিচেল, টম কারান, সিকান্দার রাজা, স্যাম বিলিংস, কুশল পেরেরাে, ডেভিড ভিসার মতো ক্রিকেটাররা। তারাও ফিরে গেছেন নিজ নিজ দেশে।

আরো পড়ুন: রিশাদ হোসেন