promotional_ad

জিম্বাবুয়েকেই এগিয়ে রাখছেন মুজারাবানি

বাংলাদেশের উইকেট নিয়ে ব্লেসিং মুজারাবানির উল্লাস, ক্রিকফ্রেঞ্জি
জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ৮২ রানের লিড বাংলাদেশ পেরিয়ে গেছে তৃতীয় দিনের দুপুরে। মুমিনুল হকের হাফ সেঞ্চুরির না পাওয়ার আক্ষেপের দিনে নাজমুল হোসেন শান্তর ব্যাটে বাংলাদেশের লিড একশ ছাড়িয়েছে। সফরকারীদের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে ১১২ রানে। তবে ৪ উইকেট হারানো স্বাগতিকদের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি।

promotional_ad

বৃষ্টির কারণে ঘণ্টা তিনেক দেরি হওয়ায় দুপুর নাগাদ ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল। ব্যাটিংয়ে নেমেই জিম্বাবুয়েকে ছাড়িয়ে যান বাংলাদেশ। পরবর্তীতে একটু একটু করে নিজেদের লিড বাড়াতে থাকেন মুমিনুল-শান্তরা। ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।


আরো পড়ুন

তবুও মুশফিককে নিয়ে চিন্তিত নন মুমিনুল

৩ ঘন্টা আগে
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মুশফিকুর রহিম, ক্রিকফ্রেঞ্জি

সফরকারীদের চেয়ে ১১২ রানে এগিয়ে থাকলেও কাজটা এখনো কঠিন বাংলাদেশের জন্য। চতুর্থ দিন সকালে দ্রুত উইকেট হারালে কিংবা আচমকা ধস নামলে বিপাকে পড়তে পারেন শান্তরা। যদিও সেটা কাটিয়ে উঠে জিম্বাবুয়েকে বড় একটা লক্ষ্যই দিতে চাইবে স্বাগতিকরা। তবে মুজারাবানি বিশ্বাস করেন, বর্তমান অবস্থায় বাংলাদেশের চেয়ে তারাই এগিয়ে।


promotional_ad

জিম্বাবুয়ের পেসার বলেন, ‘আমাদের জন্য দিনটি ছিল বেশ কঠিন। বাংলাদেশ ভালো লড়াই করেছেন। তবে যা হয়েছে, খারাপ হয়নি। আমরা অবশ্যই লড়াইয়ে আছি ভালোভাবেই। তবে টেস্ট ক্রিকেটের ব্যাপারটিই হলো প্রতিটি দিন ধরে খেলতে হয়। এখনও অনেক সময় বাকি আছে এই ম্যাচে। আমাদের বিশ্বাস, এখনও পর্যন্ত আমরাই এগিয়ে।’


সিলেট টেস্ট জিততে জিম্বাবুয়েকে ৩০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ। সেটা করতে হলে স্বাগতিকদের আরও প্রায় দুইশ রান করতে হবে। উইকেট অধিনায়ক শান্তর সঙ্গে আছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। একমাত্র বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ড্রেসিং রুমে আছেন মেহেদী হাসান মিরাজ। ফলে সকালে দ্রুত উইকেট হারালে এমন আশায় গুঁড়েবালি হতে পারে টাইগারদের।


মুজারাবানির আশা অবশ্য বাংলাদেশের লিড দুইশর আগেই থামিয়ে দেয়া। মুজারাবানি বলেন, ‘সবচেয়ে ভালো হয় দুইশর নিচে রাখতে পারলে (লক্ষ্য)। তবে রানের কথা আমাদের ভাবা উচিত নয়। আমাদের ভাবনায় থাকা উচিত উইকেট নেওয়া। বাংলাদেশের বাকি উইকেটগুলো নেয়া সহজ হবে না। (বোলিংয়ে) আরও শৃঙ্খলা দেখাতে হবে আমাদের।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball