তবুও মুশফিককে নিয়ে চিন্তিত নন মুমিনুল

ছবি: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মুশফিকুর রহিম, ক্রিকফ্রেঞ্জি

২০২৪ সালের সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১৯১ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। তবে সেই সেঞ্চুরির পর থেকেই ব্যাট হাতে রান পাচ্ছেন না ডানহাতি এই ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর ভারত ও সাউথ আফ্রিকা সিরিজেও মলিন ছিল মুশফিকের পারফরম্যান্স। এমনকি ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও রান নেই তার ব্যাটে।
তামিমকে দেখতে হাসপাতালে মুশফিক-মিরাজরা
২৪ মার্চ ২৫
টেস্ট ক্রিকেটে সবশেষ ১২ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই মুশফিকের। যেখানে ২ বার ত্রিশ ছাড়ানো এবং একবার বিশ পার করেছেন তিনি। সবশেষ চার ইনিংসের একটিতেও দুই অঙ্ক ছুঁতে পারেননি ডানহাতি এই ব্যাটার। এমন পারফরম্যান্সে প্রশ্ন উঠছে মুশফিকের জায়গা পাওয়া নিয়ে। যদিও বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল আস্থা রাখছেন তাঁর উপর। সেই সঙ্গে মুশফিক দেশের জন্য যা করেছেন সেটা ভুলে যেতে না করছেন তিনি।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘আমি কোনোভাবে উনাকে নিয়ে চিন্তিত না। কারণ এতদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, উনি জানে কিভাবে ফিরে আসতে হয়। আর কিভাবে রান করতে হয় এই জিনিসটা জানে। আমার কাছে মনে হয় সবার জিনিসটা ভুলে যাওয়া উচিত না উনি বাংলাদেশ দলের জন্য কী করেছেন আর উনার রানটা কতটা গুরুত্বপূর্ণ। উনি যখনই খেলে ম্যারাথন ইনিংসই খেলে। আমার কাছে মনে হয় না এত তাড়াতাড়ি...উনি যা যা অর্জন করেছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য ওইটা কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না।’
‘বোলিং ছাড়া টেস্টে আমরা খুব বেশি উন্নতি করিনি’
৯ এপ্রিল ২৫
মুশফিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে না পারায় সমালোচনার মুখে ছেড়েছেন ওয়ানডে ক্রিকেটও। ফলে দুই সংস্করণ থেকে অবসর নেয়া মুশফিক এখন খেলছেন শুধু টেস্টে। মুমিনুল মনে করেন, শুধু টেস্ট খেলায় আগের চাইতে ভালো ক্রিকেট খেলবেন মুশফিক।
মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় উনি এখন টেস্ট ক্রিকেটে আরও ভালো খেলতে পারবেন। কারণ দুই সংস্করণ থেকে যেহেতু অবসর নিয়েছে এখন একটা সংস্করণে উনি মনোযোগ দেবে। আমার মনে হয় আগে যত ভালো খেলেছে এখন তার চেয়ে ভালো খেলবে। একটা সংস্করণ যখন খেলবে তখন আপনি একটা লাইনেই থাকবেন—তখন পারফর্ম করাটা সহজ হয়ে যায়।’