হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় তামিম

ছবি: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

কিছু পরীক্ষা করাতে এবং দাঁতের চিকিৎসার জন্য আগামী শনিবার অবশ্য আবার তাকে হাসপাতালে যেতে হবে। এ ছাড়া বাসায় থাকলেও চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে তাকে।
কেপিজে হাসপাতালের সবাইকে আজীবন হৃদয়ে লালন করব: তামিম
২৯ মার্চ ২৫
এর আগে গত ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। ভেন্যুর পাশে অবস্থিত কেপিজে হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকদের মতে, স্বাভাবিক জীবনে ফিরতে আরও ৩ মাসের মতো সময় লাগবে তামিমের।
তারপর এভার কেয়ারে চিকিৎসা নেন তামিম। জানা গেছে, ঈদের পর উন্নত চিকিৎসার জন্যে বিদেশে রওনা দেবেন তিনি। গতকালই এমনটা নিশ্চিত করেন তামিমের চাচা ও সাবেক ক্রিকেটার আকরাম খান।

বিসিবির এই বোর্ড পরিচালক বলেন, ‘এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’
এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
২ ঘন্টা আগে
‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে—রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হব। টেনশনটা রাখতে চাচ্ছি না।’
২৪ মার্চ দ্বিতীয় দফায় হার্ট অ্যাটাক করার পর একেবারেই অজ্ঞান ছিলেন তামিম। পালস পাওয়া যাচ্ছিল না তার। ২০-২২ মিনিট ধরে তাকে সিপিআর দিতে থাকেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। ডালিমের সেই সিপিআরই মূলত বাঁচিয়ে দিয়েছে তামিমকে। কেপিজে এবং এভারকেয়ারের ডাক্তাররা বারংবারই সেকথা বিভিন্ন সময়ে বলেছেন।