promotional_ad

এখন সুস্থ আছেন তামিম, মাঠের বাইরে থাকবেন ৩ মাস

এখন সুস্থ আছেন তামিম ইকবাল, মাঠের বাইরে থাকবেন ৩ মাস, ফাইল ফটো
গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। চিকিৎসার পর জানা যায় হার্ট অ্যাটাক হয়েছে তার। তাকে একটি রিংও পরিয়েছেন সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসকরা। গতকালই জ্ঞান ফিরে তামিমের। আজ আরও ভালো অবস্থানে আছেন তিনি। হালকা হাঁটাচলা, খাওয়া-দাওয়া এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দেশের অন্যতম সেরা এই ওপেনার। তবে তিন মাস মাঠে নামতে পারবেন না তিনি।

promotional_ad

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচের সময় প্রথম ওভারের পর থেকেই বুকে ব্যাথায় সময় পার করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ফিল্ডিংয়ে থাকা তামিম। তাৎক্ষণিকভাবে ফিল্ডিং করা বাদ দিয়ে হাসপাতালে যান তিনি।


আরো পড়ুন

তামিমের জায়গায় দায়িত্ব পাচ্ছেন হৃদয়

৪ এপ্রিল ২৫
মোহামেডানের জার্সিতে মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়

সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে হেলিকপ্টারে চড়ে ঢাকায় আসার পরিকল্পনায় কেপিজে হাসপাতাল ছাড়েন তামিম। তবে বিকেএসপির মাঠে হেলিকপ্টার উড়িয়ে আনা হলেও সেটাতে চড়তে পারেননি তিনি। সেই সময় আরেকটি হার্ট অ্যাটাকে অজ্ঞান হয়ে পড়েন তিনি। শাইনপুকুর-মোহামেডানের ম্যাচ রেফারি দেবব্রত পালের নির্দেশনায় দ্রুততার সঙ্গে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।


২০-২২ মিনিট ধরে তাকে সিপিআর দেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরি ডালিম। অবস্থা গুরুতর হওয়ায় শুরুতে হাসপাতালে কিছুক্ষণ লাইফ সাপোর্টে ছিলেন তামিম। এরপর এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে তামিমের হার্টে একটি ব্লক খুঁজে পায় ডাক্তাররা। তৎক্ষণাৎ তাকে একটি রিং পরানো হয়।



promotional_ad

আজ তামিমের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব বলেন, 'আপনারা জানেন যে আমাদের সবার প্রিয় তামিম ভাইয়ের একটি কঠিন সময় যাচ্ছে। যে পর্যায়ের ক্রিটিকাল পিরিয়ড ছিল আমরা সেখান থেকে একেবারে না হলেও কিছুটা কাটিয়ে উঠেছি। উনি সুস্থ আছেন, খাওয়া-দাওয়া করছেন, কথা বলছেন, ওনার পরিবারের সঙ্গে কথা বলেছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন।'


আরো পড়ুন

উইলিয়ামস-আরভিনকে ফিরিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

৫ ঘন্টা আগে
চোট কাটিয়ে ফিরেছেন শন উইলিয়ামস

'আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে উনি আমাদের মধ্যে ভালোভাবে আছেন। ইনশাআল্লাহ আমরা উনাকে সুস্থভাবে এখান থেকে ছাড়তে পারব। কখন ছাড়ব সেটা উনাদের পারিবারিক সিদ্ধান্ত। স্যাররা সবকিছু উনাদের ব্যাখ্যা দিয়েছেন। আমরাও বলেছি। তারপরও উনাদের পারিবারিক সিদ্ধান্তের ওপর শ্রদ্ধা জানিয়ে ওনারা যেভাবে আমাদের বলবেন সেভাবে আমরা সহযোগিতা করব।'


এই যাত্রায় বেঁচে গেলেও সহসাই মাঠে ফেরা হচ্ছে না তামিমের। ঘরে ফেরার পরও আগামী তিন মাস ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। এরপর ডাক্তারদের অনুমতি সাপেক্ষে ক্রিকেটে ফিরতে পারেন এই ওপেনার।



সেই সংবাদ সম্মেলনে আরও বলা হয়, 'আগামী তিন মাস ওনাকে পর্যবেক্ষণে রাখা হবে। উনি নিজেই চেকআপে থাকবেন। ওনার হার্ট কি আরো ভালোর দিকে যাচ্ছে, নাকি খারাপের দিকে যাচ্ছে এসব পরীক্ষা নিরীক্ষায় উনি থাকবেন। এরপর ডাক্তাররা তাকে খেলার অনুমতি দিলে তিনি খেলতে পারবেন, তবে এর আগে উনাকে নিয়মের মধ্যেই থাকতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball