‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’

ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

মিরপুরে টেস্টের ইতি টানতে চাইলেও ২০২৪ সালে ভারতের বিপক্ষে কানপুর টেস্টই তারকা অলরাউন্ডারের শেষ সাদা পোশাকের ম্যাচ হিসেবে লেখা হয়ে গেছে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন দেখলেও বোলিং নিষেধাজ্ঞা ও রাজনৈতিক বিবেচনায় ছিলেন না পাকিস্তান ও দুবাইয়ে হওয়া টুর্নামেন্ট। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর জাতীয় দলে নেই তামিম ইকবালও।
আইপিএল খেলতে বিসিবির কাছে এনওসি চাননি তাসকিন-মুস্তাফিজরা
১২ মার্চ ২৫
বাংলাদেশের সাবেক অধিনায়ক চলতি বছরের জানুয়ারিতে ছেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট। আগেই টি-টোয়েন্টি ছাড়া মুশফিকুর রহিম সমালোচনার জেরে কদিন আগে অবসর নিয়েছেন ওয়ানডে থেকেও। তবে আপাতত টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে পারেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। আরেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ও টি-টোয়েন্টির পর ৫০ ওভারের ক্রিকেটও ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশের ক্রিকেটের সোনালি প্রজন্ম হয়ে ওঠা সিনিয়র পাঁচ ক্রিকেটার একে একে জাতীয় দল ছেড়েছেন। তাদের অবর্তমানে তরুণরা দেশের ক্রিকেটকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই প্রশ্ন উঠছে বারংবার। নাজমুল আবেদিন ফাহিম অবশ্য মনে করছেন যারা চলে যাচ্ছেন তাদের বিকল্প বোর্ডের হাতে আছে। তবে নতুনরা আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবেন সেটা নিয়ে সংশয়ে আছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান।

সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ইফতারে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল আবেদিন বলেন, ‘সময় আসছে পুরনোদের তো যেতেই হবে। কিন্তু আমার মনে হয় গত কিছুদিন আমরা বোধহয় নতুন কিছু খেলোয়াড়দের দেখেছি যারা যথেষ্ঠ যোগ্যতা রাখে জাতীয় দলে খেলার। আমরা যদি মিডিয়াতে দেখি, আপনাদের আলাপ-আলোচনাতেও দেখি অনেকের কথাই উঠে আসে ও কেন দলে নেই, ও কেন দলে নেই। এ নিয়ে অনেক তর্ক-বিতর্কও হতে দেখি।’
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৩ মার্চ ২৫
‘এর মানে হচ্ছে যারা চলে যাবে তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ওরা কেমন করবে এটা আগে থেকে বলাটা একটা মুশকিল। ওদের যতটুকু আমরা দেখছি তাতে মনে হয়েছে ওরা হয়ত মানিয়ে নিতে পারবে। হতে পারে একটু সময় লাগতে পারে কিন্তু আমার কাছে মনে হয় নতুন যে প্রজন্ম উঠে আসছে সেখানে যথেষ্ঠ প্রতিভা আছে এবং তারা যোগ্য হিসেবেই দলে জায়গা পাবে।’
তরুণ কিংবা নতুনরাও ভালো করবে সবাইকে এমনটা বিশ্বাস করতে বলছেন নাজমুল আবেদিন। তিনি বলেন, ‘আমরা সবাই যদি মনে করি তারা যোগ্য নয়, যারা চলে যাচ্ছে তাদের থেকে খারাপ এবং তাদের মতো খেলোয়াড় আর কোনোদিনই হওয়া সম্ভব নয় তাহলে আমার মনে হয় না নতুন খেলোয়াড় উঠে আসবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা নতুন তারা ভালো, আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে তারা যোগ্য হিসেবেই এখানে আসছে। আমি বিশ্বাস করি তারা ভালো পারফর্ম করবে।’