ফাহিমের পদত্যাগ চায় ঢাকার ক্লাবগুলো

বাংলাদেশ
ফাহিমের পদত্যাগ চায় ঢাকার ক্লাবগুলো
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ চান সিসিডিএমভূক্ত ঢাকার ৭৬টি ক্লাব ক্রিকেটের কর্মকর্তারা। আজ আনুষ্ঠানিকভাবে এ নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন ক্লাবের কর্মকর্তাবৃন্দ। বিসিবির গঠনতন্ত্রে সংশোধনও চেয়েছেন এ সকল কর্মকর্তারা।

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর বিসিবির গঠনতন্ত্রে সংশোধন আনার কথা জানিয়েছিলেন ফারুক আহমেদ। গঠনতন্ত্র সংশোধনের জন্য এরই মাঝে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিসিবি। এই কমিটির চেয়ারম্যান হচ্ছে কয়েকদিন আগেই বিসিবি পরিচালক হিসেবে যোগ দেয়া ফাহিম। বাকি চারজন সদস্যের কেউই ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিত্ব নন।

এরই মাঝে কমিটি গঠনতন্ত্র সংশোধনের একটি খসড়া প্রস্তাব বিসিবি সভাপতির কাছে উপস্থাপন করেছেন। কিন্তু এই খসড়াটি পর্যালোচনার জন্য এখনও বিসিবির কার্যনির্বাহী কমিটিতে উত্থাপন করা হয়নি। যখন উত্থাপন করা হবে, এরপরই কার্যনির্বাহী কমিটি পর্যালোনার পর বিসিবির এজিএমে খসড়া অনুমোদন চূড়ান্ত করবে।

এদিকে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবগুলো নিয়ে বিসিবির সঙ্গে মতানৈক্য আছে ঢাকার ক্লাবগুলোর। 
খসড়া গঠনতন্ত্রে যে সংশোধন চাওয়া হয়েছে তা নিয়ে একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছে ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠকরা। সংশোধনী প্রস্তাবগুলো বাতিল করতে চায় তারা। পাশাপাশি বিসিবি পরিচালক পদ থেকে নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ চায় তারা।

ফাহিম পদত্যাগ না করলে ঢাকার ক্লাব গুলো প্রিমিয়ার লিগ এবং প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ না নেয়ার হুমকিও দিয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেলে হোটেল পূর্বানীতে এক মতবিনিময় সভার আয়োজন করে সেখানেই এমনটা জানায় ক্লাব ক্রিকেটের কর্মকর্তারা। 

ভিন্ন ভিন্ন বক্তব্যে তারা যা জানায় তার সারমর্ম হচ্ছে, ‘গঠনতন্ত্র সংশোধন কমিটিতে ক্রিকেটের কেউ নেই। অথচ আমরা দেশের ক্রিকেটের মেইন স্টেকহোল্ডার। সেখানে আমাদের প্রতিনিধিত্ব আরও বাড়ানো দরকার; উল্টো ফাহিম কমিয়ে দিয়েছেন। আমরা এটা মানি না। এই খসড়া প্রস্তাব বাতিল করতে হবে এবং বোর্ড থেকে নাজমুল আবেদিন ফাহিমকে অপসারণ করতে হবে। না হয় আমরা প্রিমিয়ার ক্রিকেট ও প্রথাম বিভাগ লিগে অংশ নেবো না।’

খসড়া সংশোধনীতে বিসিবির সাধারণ পরিষদে ক্যাটাগরি-২ তে সিসিডিএমভূক্ত ৭৬ ক্লাব থেকে মোট ৭৬ জন কাউন্সিলর কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার প্রস্তাব রাখা হয়। বিসিবির কার্যনির্বাহী কমিটিতে ৭৬ জন কাউন্সিলের মধ্য থেকে এখন যে ১২ জন পরিচালক নির্বাচিত হন সেখানেও সংখ্যাটা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে ফাহিমের কমিটি। এই সংখ্যা ১২ থেকে ৪-এ নামিয়ে আনতে চায় তারা। এমনকি সিসিডিএমকে বিলুপ্ত করার প্রস্তাবও রাখা হয়েছে এই সংশোধনীতে।

জানা গেছে, খুব শিগগিরই বোর্ড সভাপতি ফারুকের সাথে বসে ঢাকার ক্লাব-কর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিক দাবি জানাবে। বর্তমানে ক্লাব ক্রিকেট থেকে বিসিবি পরিচালনা পর্ষদে যে ১২জন পরিচালক রয়েছে, সেখান থেকে সংখ্যাটা বাড়িয়ে ১৫-তে উন্নীত করার দাবি জানিয়েছে তারা।

আরো পড়ুন: নাজমুল আবেদিন ফাহিম